দেশনিউজ

দ্রুত শুরু হবে আন্তর্জাতিক উড়ান পরিষেবা, জানালেন অসামরিক বিমান মন্ত্রী

Advertisement

আগামী ২৫শে মে ঘরোয়া উড়ান শুরু হওয়ার পাশাপাশি, জুনের মাঝামাঝি আন্তর্জাতিক উড়ানও শুরু হয়ে যেতে পারে। এই বিষয়ে একটি ভিডিও কনফারেন্সে জানালেন নাগরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি বলেন, “আগস্ট বা সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করে কী লাভ। করোনা নিয়েই আমাদের চলতে হবে। আর কয়েকদিন করোনা ভাইরাসের গতিবিধি দেখে জুনের মাঝামাঝি বা জুনের শেষ থেকে আন্তর্জাতিক উড়ান চালু করে দেওয়া হতে পারে।”

ঘরোয়া উড়ান নিয়ে ইতিমধ্যেই জারি করা হয়েছে একটি গাইডলাইন। যেখানে বলা হয়েছে, প্রতিটি যাত্রীকে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে। ‘আরোগ্য সেতু’ অ্যাপে যদি সবুজ সংকেত মেলে, তবেই যাত্রী বিমানে উঠতে পারবেন। এই বিষয়টি নিয়েও এই কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “আরোগ্য সেতু অ্যাপে সবুজ সংকেত মিললে সেই যাত্রীকে আর কোয়ারেন্টাইনে যেতে হবে না। এছাড়া ভালো সংখ্যক আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালু করার কথাও বলেন।

হরদীপ সিং পুরি এদিন আরও একটি বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন ঘরোয়া যাত্রীদের কোয়ারেন্টাইন নিয়ে অপ্রয়োজনীয় হট্টগোল করা হচ্ছে। তার মতে কোয়ারেন্টাইনের মতো একটি বিষয়কে নিয়ে জলঘোলা করা হচ্ছে। বাসে বা ট্রেনে কিছু নিয়ম প্রযোজ্য করা এবং করোনা পজিটিভ যাত্রীদের বিমানে উঠতে না দিয়ে সরকারি নিয়ম মেনে কোয়ারান্টাইনে রাখার বিষয়েও বলেন তিনি।

Related Articles

Back to top button