চীনে ফের নতুন ভাইরাসের সংক্রমণ। নতুন এই ভাইরাসে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৭ জনের, আক্রান্ত আরও ৬০ জন। পূর্ব চীনের ঝিয়াঙ্গসু প্রদেশে এই ভাইরাসের আক্রমণের খবর পাওয়া যাচ্ছে। জানা গেছে, নতুন এই ভাইরাসটির নাম SFTS ভাইরাস, যেটি ছড়াচ্ছে টিক বা এটুলি জাতীয় পোকার মাধ্যমে। তবে এই ভাইরাসটি নতুন নয়, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
স্থানীয় একটি সংবাদপত্রে প্রকাশিত একটি খবরে জানা যাচ্ছে, এই বছরের প্রথম ছয় মাসের মধ্যেই পূর্ব চীনের ঝিয়াঙ্গসু প্রদেশে এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৩৭ জন। সর্বপ্রথম ওই প্রদেশের এক মহিলার দেহে পাওয়া যায় এই ভাইরাস। পরে চীনের আনহুই প্রদেশে এই ভাইরাসে আক্রান্ত হন আরও ২৩ জন। জানা যাচ্ছে, নতুন এই ভাইরাসের লক্ষণ গুলি অনেকটাই করোনার মতো। করোনার মতোই জ্বর ও সর্দি এই ভাইরাসের লক্ষণ।
এই ভাইরাসে আক্রান্ত এক মহিলা প্রায় এক মাস চিকিৎসার পর ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে। হাসপাতালের চিকিৎসকরা ওই মহিলার দেহে লিউকোসাইট এবং রক্তকণিকার অভাব লক্ষ্য করেছিলেন। চীনের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেছেন, মানুষের থেকে মানুষে এই ভাইরাসের ছড়িয়ে দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। রক্ত কিংবা মিউকাসের মাধ্যমে একজন মানুষের দেহ থেকে আর একজন মানুষের দেহে ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস বলে মনে করছেন গবেষকরা।