Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নীরব মোদির স্ত্রীর বিরুদ্ধে লাল নোটিশ জারি করলো ইন্টারপোল

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের দুর্নীতি কাণ্ডে বড়সড় বিপাকে পড়ল নীরব মোদির পরিবার। এবার নীরব মোদির স্ত্রী অ্যামি মোদির বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করল ইন্টারপোল। গত বছরের ফেব্রুয়ারিতে ভারতীয় তদন্ত সংস্থা…

Avatar

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের দুর্নীতি কাণ্ডে বড়সড় বিপাকে পড়ল নীরব মোদির পরিবার। এবার নীরব মোদির স্ত্রী অ্যামি মোদির বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করল ইন্টারপোল। গত বছরের ফেব্রুয়ারিতে ভারতীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নীরব মোদির স্ত্রীর নাম চার্জশিটে রাখে। ৩কোটি মার্কিন ডলারে নিউ ইয়র্কে দুটি বিলাসবহুল বাড়ি তিনি কিনেছেন বলে তদন্তে উঠে আসে।

অ্যামি মোদির বিরুদ্ধে রেড করার নোটিশ জারি করে ইন্টারপোল। এবার পৃথিবীর যে কোন জায়গা থেকেই তাঁকে গ্রেপ্তার করতে কোনো অসুবিধা রইল না। তার বিরুদ্ধে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আর্থিক কারচুপির অভিযোগ রয়েছে। এদিকে অ্যামি মোদিকে ২০১৯ সালে শেষবার দেখা গিয়েছিল নিউ ইয়র্কে। তবে বর্তমানে তিনি ঠিক কোথায় রয়েছেন তা কেউই জানেন না। বর্তমানে নীরব মোদী ব্রিটেনে জেল হাজতে রয়েছেন। তবে তিনি আইনি লড়াই চালাচ্ছেন যাতে তাকে ভারতের হাতে তুলে না দেওয়া হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গত বছর অক্টোবরে নীরব মোদীর বিদেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্ত করা সম্পত্তির পরিমাণ ছিল ৬৩৭ কোটি টাকা। তারমধ্যে প্রায় 57 কোটি টাকা মূল্যের লন্ডনে একটি বিলাসবহুল ফ্ল্যাট ছিল। অ্যামি মোদির ছাড়াও নীরব মোদির ভাই ও বোনের বিরুদ্ধে গ্লোবাল এরেস্ট ওয়ারেন্ট জারি করেছে ইন্টারপোল।

এর আগে সিবিআইয়ের চার্জশিটে বলা হয়, নীরব মোদী ও তার মামা মেহুল চোকসি যথাক্রমে ৬৪৯৮ কোটি এবং ৭০৮০ কোটিরও বেশি টাকা তছরুপ করে ভারত ছেড়ে বিদেশে পালিয়ে যায়।

About Author