লকডাউন জারি হওয়ার শুরু থেকেই ট্রেন চলাচল বন্ধ ছিল দেশ জুড়ে। দেশ জুড়ে শুধুমাত্র শ্রমিক স্পেশাল ট্রেন এবং কয়েকটি স্পেশাল ট্রেন চলছে। এবার আনলক ওয়ানে চালু হলো অন্তঃরাজ্য ট্রেন পরিষেবা। ওড়িশায় চালু হলো অন্তঃরাজ্য ট্রেন পরিষেবা। ভুবনেশ্বর থেকে ৬টি গুরুত্বপূর্ণ ট্রেন চলবে ওড়িশা জুড়ে। এই ট্রেন গুলি হলো ভুবনেশ্বর থেকে সম্বলপুর, রৌরকেল্লা, ভদ্রক, কোরাপুট, বেরহামপুর এবং বলাঙ্গির। ইস্ট-কোস্ট রেলওয়ের তরফে জানানো হয়েছে একথা।
এই ট্রেন গুলির টিকিট পাওয়া যাচ্ছে বিভিন্ন রেলস্টেশন গুলির রিজার্ভেশন কাউন্টারে এবং আইআরসিটিসি এর ওয়েবসাইটে। শুধুমাত্র কনফার্ম টিকিট থাকলে তবেই চড়তে দেওয়া হবে এই ট্রেন গুলিতে। ইস্ট-কোস্ট রেলের এক আধিকারিক জানিয়েছেন, ট্রেন গুলিকে সংক্রমণ মুক্ত করা হয়েছে। এছাড়াও বেশ কিছু নিয়ম জারি করা হয়েছে। যেমন, যাত্রীদের ৯০ মিনিট আগে স্টেশনে পৌঁছাতে হবে। স্টেশনে ঢোকার আগে স্বাস্থ্য পরীক্ষা করা হবে, এবং যাত্রীদের মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে।
জানা যাচ্ছে, এই ট্রেন গুলিতে এখনো যথেষ্ট বুকিং হয়নি। সূত্র মারফত জানা যাচ্ছে, এখনো পর্যন্ত এক তৃতীয়াংশ বা তার একটু বেশি টিকিট বুক হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, এই ট্রেন গুলিতে একটি বার্থে একজনই যাত্রী থাকবে। ট্রেনে সামাজিক দূরত্ব মেনে চলা হবে কঠোর ভাবে।