ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

LIC-র এই স্কিমে এখনই বিনিয়োগ করুন, প্রতি মাসে ১২,০০০ টাকা পেনশন পাবেন

আজকের সময়ে, প্রত্যেকেই তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, তাই বিনিয়োগ এখনই করাটা খুব দরকার

Advertisement
Advertisement

ভারতীয় জীবন বীমা নিগম অর্থাৎ এলআইসি সঞ্চয়ের জন্য বিনিয়োগের বিকল্প খুঁজছেন এমন লোকেদের জন্য নিয়ে এসেছে একটি সরল পেনশন প্রকল্প। এই প্রকল্পের বিনিয়োগ করে আপনি বৃদ্ধ বয়সে প্রতি মাসে ১২০০০ টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন। সবথেকে বড় বিষয়টা হলো এখানে শুধু একবার আপনাকে বিনিয়োগ করতে হবে এবং সেখানে আপনি প্রতি মাসে রিটার্ন পেতে পারবেন। এই প্রকল্পটি প্রতি মাসে অর্থ বিনিয়োগের ঝামেলা থেকে মুক্তি দেবে এবং এখানে আপনারা ছয় মাস পরে ঋণ সুবিধা পেয়ে যাবেন।

Advertisement
Advertisement

এটি হতে চলেছে একটি অবসর পরিকল্পনা। শুধুমাত্র এককালীন বিনিয়োগের প্রয়োজন এই প্রকল্পের জন্য এবং তার ফলে আপনি সারা জীবনের জন্য পেনশন পেয়ে যাবেন।। এই কারণেই এলআইসি সরল পেনশন প্ল্যান অবসর পরিকল্পনা হিসেবে খুবই জনপ্রিয়। এই প্রকল্পে প্রতি মাসে নির্দিষ্ট পেনশন রয়েছে এবং অবসর পরবর্তী বিনিয়োগ পরিকল্পনা আপনারা পেয়ে যাবেন। ধরে নেওয়া যাক কোন ব্যক্তি সম্প্রতি অবসর নিয়েছেন। সেক্ষেত্রে তিনি যদি, নিজের প্রভিডেন্ট ফান্ড তহবিল থেকে প্রাপ্ত অর্থ এবং অবসর গ্রহণের সময় গ্র্যাচুইটি বিনিয়োগ করতে চান তবে তিনি সারা জীবন পেনশন পেতে থাকবেন।

Advertisement

প্রতিমাসে ১২ হাজার টাকা পেনশন পাবেন কিভাবে?

Advertisement
Advertisement

এলআইসি সরল পেনশন যোজনায় আপনি প্রতি বছর কমপক্ষে ১২ হাজার টাকা পেনশন পেতে পারেন। তবে এই পরিকল্পনায় সর্বোচ্চ বিনিয়োগের তেমন কোনো সীমা নেই। অর্থাৎ আপনি যত খুশি বিনিয়োগ করতে পারেন এবং সেই বিনিয়োগ অনুযায়ী পেনশন পেতে পারেন। এই প্রকল্পে প্রিমিয়াম পরিষদ করার পরে যে কোন ব্যক্তি বার্ষিক, ছয় মাস, তিন মাস এবং এক মাসের ভিত্তিতে পেনশন পেতে পারেন। একটা মোটা টাকা বিনিয়োগ করলে আপনি প্রতিবছর পেনশন পেতেই থাকবেন। এলআইসি ক্যালকুলেটর অনুসারে, যদি কোনও ৪২ বছর বয়সী ব্যক্তি ৩০ লক্ষ টাকার বার্ষিকী কিনেন, তবে তিনি প্রতি মাসে পেনশন হিসাবে ১২,৩৮৮ টাকা পাবেন।

Related Articles

Back to top button