আজ দিনের একমাত্র ম্যাচের মধ্য দিয়ে সমাপ্তি ঘটতে চলেছে ২০২৩ টাটা আইপিএলের মেগা আসর। ১৬তম আসরের ফাইনাল ম্যাচে আজ শক্তিশালী চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে গুজরাট টাইটান্স। গুরু-শিষ্যের মহাযুদ্ধে আজ বিশেষ নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের। মহাপ্রলয়ের আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে, হার্দিক পান্ডিয়া টানা দ্বিতীয়বার নাকি মহেন্দ্র সিং ধোনি পঞ্চম বার? যদিও বিষয়টি নিয়ে সর্বদা বিভিন্ন মাধ্যমে চলছে আলোচনার ঝড়। মধ্যরাতে কে করবে বাজিমাত? প্রশ্ন এখন নেটিজেনদের কাছে।
আজ মেগা ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে গুজরাট টাইটান্স মাঠে নামার পূর্বে যদি চলতি আইপিএলে দুই দলের পারফরমেন্স নিয়ে কথা বলি, তবে এখনো পর্যন্ত দুই দল ২২ গজের ময়দানে দুই বার মুখোমুখি হয়েছে। যেখানে প্রথম ম্যাচেই মহেন্দ্র সিং ধোনিদের ৫ উইকেটের ব্যবধানে পরাজিত করে গুজরাট টাইটান্স। তবে দ্বিতীয় ম্যাচে অর্থাৎ প্লে-অফের মত গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাটকে পরাজিত করে চেন্নাই সুপার কিংস। মূলত সেই ম্যাচে গুজরাট ১৫ রানে পরাজিত হয়।
যদি আইপিএলের ইতিহাসে দুটি দলের পরিসংখ্যান বলি তবে আমরা আপনাদের জানিয়ে রাখি, এখনও পর্যন্ত ভারতীয় প্রিমিয়ার লিগে সর্বমোট ১৪ বার অংশগ্রহণ করেছে চেন্নাই সুপার কিংস। যেখানে ১২ বার প্লে-অফের সাথে ৯ বার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে মহেন্দ্র সিং ধোনির দল। সেখানে দুটি আসরে আইপিএলে অংশগ্রহণ করে দুটিতেই ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে গুজরাট টাইটান্স। যদি শিরোপা জয়ের কথা বলি, তবে চেন্নাই সুপার কিংস আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দলগুলির মধ্যে একটি। এখনও পর্যন্ত দলটি মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সর্বমোট ৪ বার শিরোপা জিতেছে। যেখানে গুজরাট টাইটান্স প্রথমবারেই শিরোপা জয়ের স্বাদ পেয়েছে। বলতে গেলে আজ ২২ গজের লড়াই যে বেশ উত্তেজনাপূর্ণ হবে, তার সংকেত দিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরাও।