২০২২ আইপিএলের মেগা আসরে শুরুটা ভালো না হলেও টানা পাঁচ ম্যাচে জিতে সবার নজর কেড়েছিল উইলিয়ামসনের হায়দ্রাবাদ। তবে শেষটা ভালো করতে পারেনি সানরাইজ হায়দ্রাবাদ। গ্রুপ পর্যায়ের শেষ অংশে এসে একের পর এক ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে নিজেদের পথ চলা শেষ করেছিল হায়দ্রাবাদ শিবির। সর্বসাকুল্যে ১২ পয়েন্ট অর্জন করেছিল কেন উইলিয়ামসনরা। এরপর অবশ্য দলের পারফরম্যান্স নিয়ে একাধিক প্রশ্ন উঠতে থাকে সোশ্যাল মিডিয়ায়। মনে করা হচ্ছে, ২০২৩ আইপিএলে আবার নতুনভাবে দল গঠন করতে পারে হায়দ্রাবাদ। সে ক্ষেত্রে এই তিন ক্রিকেটার বাদ পড়তে পারেন-
১. শ্রেয়াস গোপাল: ভারতীয় অলরাউন্ডার শ্রেয়াস গোপালকে দলে নিলেও অধিনায়ক উইলিয়ামসন তার ওপর ভরসা দেখাননি। মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন শ্রেয়াস গোপাল। তবে সেখানে বল হতে ৩ ওভার বোলিং করে ৩৩ রানের বিনিময়ে মাত্র একটি উইকেট দখল করেছিলেন তিনি। এরপর আর অবশ্য ২২ গজের মহারণে নামা হয়নি তার।
২.ফজলহক ফারুকী: আফগানিস্তানের বাঁহাতি বোলার ফজলহক ফারুকীর নাম থাকতে পারে এই তালিকায়। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন লীগে দুর্দান্ত পারফরম্যান্স করার সুবাদে ভারতীয় প্রিমিয়ার লিগে খেলার সুযোগ জুটে যায় তার। মেগা নিলামে হায়দ্রাবাদ শিবির তাকে কিনে নিলেও নিজেকে প্রমাণ করতে পারেননি ফজলহক ফারুকী। আইপিএলের মেগা আসরে ৩ ম্যাচে মাত্র দুটি উইকেট দখল করেছিলেন তিনি।
৩. শন অ্যাবট: অস্ট্রেলিয়ান ক্রিকেটার শন অ্যাবট আইপিএলের পূর্বে বাংলাদেশ প্রিমিয়ার লীগ সহ পৃথিবীর বিভিন্ন টি-টোয়েন্টি লিগ সফলতার সাথে বোলিং করেছেন। অন্যান্য লীগে দুর্দান্ত সফলতা পাওয়ার পর ২.৪০ কোটি টাকায় ভারতীয় প্রিমিয়ার লিগে বিক্রি হন তিনি। তবে আইপিএলের মেগা টুর্ণামেন্টে বল হাতে পুরোপুরি ব্যর্থ হন তিনি। হায়দ্রাবাদের জার্সিতে একটি ম্যাচে মাঠে নেমে ৪ ওভারে ৪৭ রান খরচ করেন শন অ্যাবট। মনে করা হচ্ছে, আইপিএলের পরবর্তী সংস্করণে তাকে ছেড়ে দিতে পারে হায়দ্রাবাদ।