এবার আর্থিক মন্দার কবলে পড়লো আইপিএল। বিসিসিআই এর তরফে জানানো হয়েছে এবছরের আইপিএলের পুরস্কার মূল্য কমানো হবে। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি খবরে জানা যাচ্ছে গতবছরের পুরস্কার মূল্যের অর্ধেক হয়ে যাচ্ছে এবারের আইপিএলের পুরস্কার মূল্য।
আইপিএলের সমস্ত ফ্রাঞ্চাইজি গুলোকেই জানিয়ে দেওয়া হয়েছে একথা। এবারের বিজয়ী দল পাবে ১০ কোটি টাকা, গতবার বিজয়ী দল পেয়েছিল ২০ কোটি টাকা। রানার্স আপ দল পাবে এবারে পাবে ৬.২৫ কোটি টাকা যা গতবারের রানার্স দল পেয়েছিল ১২.৫ কোটি টাকা। শেষ চারে যাওয়া বাকি দুই দল পাবে ৪.৩৭৫ কোটি।
আরও পড়ুন : মাঠে ফিরলেন দুরন্ত ফর্মে, ৩৭ বলে ১০০ রান করলেন হার্দিক পান্ডিয়া
বিসিসিআই এর সিনিয়র কর্তা বলেছেন, ‘আইপিএলের সব ফ্রাঞ্চাইজির অবস্থা খুবই ভালো। সমস্ত দিক থেকেই ওরা স্পন্সর পায়। তাই পুরস্কার মূল্য কমলে খুব একটা অসুবিধা ওদের হবে না।’ পুরস্কার মূল্য কমানোর পাশাপাশি এবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানও হবেনা, সেকথা জানানো হয়েছে বিসিসিআই এর তরফে।
তবে রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলিকে ম্যাচ আয়োজনের জন্য আগের মতোই এক কোটি টাকা করে দেওয়া হবে। সেক্ষেত্রে ৫০ লাখ দেবে বিসিসিআই এবং বাকি ৫০ লাখ টাকা দেবে সংশ্লিষ্ট ফ্রাঞ্চাইজি। বিসিসিআই কর্মীদের ট্রাভেলের খরচও কমানো হলো। এতদিন বিসিসিআই কর্মীরা তিন ঘণ্টার বেশি বিমান যাত্রার ক্ষেত্রেই বিজনেস ক্লাসের টিকিট পেতেন, এবার থেকে সেটা আট ঘণ্টা করা হলো। অর্থাৎ আট ঘন্টার বেশি বিমান যাত্রার ক্ষেত্রেই কর্মীরা বিজনেস ক্লাসের টিকিট পাবেন এখন থেকে।