চীনের সাথে ইরানের বন্ধুত্ব! ভারতের সাথে রেল প্রকল্পের চুক্তি বাতিল করল ইরান
ইরানের ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গিরি জানিয়েছেন, ভারতের জন্য দরজা সবসময় খোলা আছে।
ইরানের চাবাহার বন্দর থেকে জেহেদান পর্যন্ত রেল প্রকল্পের সঙ্গে যুক্ত ছিল ভারত। কিন্তু এবার ভারতকে ছাড়াই এই প্রজেক্টকে এগিয়ে নিয়ে যেতে শুরু করল ইরান। আর এই ঘটনার পরেই কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করল কংগ্রেস। কারণ এই প্রজেক্টের সাথে ভারতের নাম যুক্ত হবার পর থেকেই মোদি সরকারের সফলতার কথা প্রচার করত বিজেপি। এই চাবাহার বন্দর থেকে জেহেদান পর্যন্ত রেলওয়ে প্রজেক্টে ৬২৮ কিলোমিটার রেল লাইন তৈরি হওয়ার কথা রয়েছে। ‘ইসলামিক রিপাবলিক রেলওয়েজ’-এর পরিকল্পনা অনুযায়ী, ২০২১-এর মার্চ মাসের মধ্যে ১৫০ কিমি রেললাইন তৈরি হবে। ২০২২-এর মার্চ মাসের মধ্যে তৈরি হবে পুরো লাইন।
ইরানের ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গিরি জানিয়েছেন যে ইরান নিজেদের ফান্ডেই তৈরি করবে চাবাহার বন্দর থেকে জেহেদান পর্যন্ত রেলওয়ে প্রজেক্ট। আগে এই প্রজেক্টটি ভারতের সঙ্গে যৌথভাবে হওয়ার কথা ছিল। এখন তা হচ্ছে না। ভারতের জন্য দরজা সবসময় খোলা আছে।
প্রসঙ্গত, চিন ও ইরানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পথে। এই চুক্তি হবে ২৫ বছরের জন্য অর্থনীতি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে। যার অর্থমূল্য ৪০০ বিলিয়ন ডলার। এবার আশঙ্কার বিষয় এই যে ইরান ভারতকে সরিয়ে চিনকে দিয়ে কাজ করাবে না তো? সংশয় একটা থেকেই গেল।