Railway Ticket Booking: ১ জানুয়ারি থেকে চালু হচ্ছে রেলের নতুন নিয়ম, এবার টিকিট বুক করতে পারবেন এই সময়ের মধ্যে
আপনি যদি ভারতীয় রেলের টিকিট বুক করতে চান তাহলে এই নতুন নিয়ম আপনাকে অবশ্যই জানতে হবে
যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেল টিকিট বুকিংয়ের নিয়মে বড় ধরনের পরিবর্তন করেছে। এই নতুন নিয়মটি ১ নভেম্বর ২০২৪ থেকে কার্যকর হয়েছে এবং এর লক্ষ্য যাত্রীদের আরও ভাল পরিষেবা প্রদান করা। এই পরিবর্তনের অধীনে, এখন যাত্রীরা তাদের যাত্রার মাত্র ৬০ দিন আগে টিকিট বুক করতে পারবেন। আগে এই সীমা ছিল ১২০ দিনের। এই নতুন নিয়ম শুধু যাত্রীদের জন্যই উপকারী নয়, রেলের জন্যও উপকারী প্রমাণিত হবে। এতে টিকিটের কালোবাজারি বন্ধ হবে এবং যাত্রীদের নিশ্চিত টিকিট পাওয়ার সম্ভাবনা বাড়বে। এছাড়া এই নিয়মে রেলের রাজস্বও বাড়বে।
রেলওয়ের সাধারণ টিকিটের নতুন নিয়ম কী?
ভারতীয় রেলওয়ে অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ড (ARP) ১২০ দিন থেকে কমিয়ে ৬০ দিনে করেছে। এর মানে হল এখন যাত্রীরা তাদের যাত্রার তারিখের মাত্র ৬০ দিন আগে টিকিট বুক করতে পারবেন। এই নিয়ম সব ক্যাটাগরির (AC এবং Non-AC) ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই নিয়ম সমস্ত বিভাগের টিকিটের জন্য প্রযোজ্য হবে এবং সবাই এইভাবেই টিকিট কাটতে পারবেন। তবে, বিদেশি নাগরিকদের জন্য এই সীমা ৩৬৫ দিন থাকতে চলেছে। এছাড়াও, এই নিয়ম থেকে কিছু ট্রেনকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে তাজ এক্সপ্রেস, গোমতী এক্সপ্রেস।
এই নতুন নিয়মের পিছনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে:
টিকিট কালোবাজারিতে নিষেধাজ্ঞা : দীর্ঘদিন ধরে টিকিট সংরক্ষণে অনিয়ম ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভ্রমণ পরিকল্পনায় নমনীয়তা: স্বল্প সময়ের সীমার কারণে ভ্রমণকারীদের তাদের ভ্রমণ পরিকল্পনায় আরও নমনীয়তা থাকবে।
বাতিলকরণ হ্রাস: সময়সীমা কম হওয়ার কারণে, টিকিট বাতিলের সংখ্যা হ্রাস পাবে।
রেলের রাজস্ব বাড়বে: বাতিলের পরিমাণ কমায় রেলের রাজস্ব বাড়বে।