ভারতীয় রেলের সহায়ক কোম্পানি ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন আইআরসিটিসি ট্রেন টিকিট বুকিং নিয়ে বেশ কিছু সুবিধা প্রদান করে থাকে। শুধু তাই নয় আপনি আইআরসিটিসির সাহায্যে লাখ লাখ টাকা রোজগারও করতে পারেন। এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না। এর জন্য শুধু আপনাকে বাসের টিকিট এজেন্ট হতে হবে এবং আপনার যাত্রীদের টিকিট দিতে হবে। রেলের টিকিট কাউন্টারে যে রকম ভাবে টিকিট দেওয়া হয়, সেরকম ভাবেই আপনাকে বাসের টিকিট দিতে হবে irctc এর মাধ্যমে।
এর জন্য আপনাকে প্রথমে আবেদন করতে হবে। আইআরসিটিসি ওয়েবসাইটে গিয়ে আপনাকে এজেন্ট হবার জন্য আবেদন করতে হবে। এরপরে আপনাকে একটি ইন্টারভিউ রাউন্ড পাস করতে হবে এবং তারপর এই আপনি অনুমোদিত টিকিট বুকিং এজেন্ট হয়ে যাবেন। এরপরেই আপনি কিন্তু টিকিট বুক করতে পারবেন এবং বুকিং এর ভিত্তিতে ভালো পরিমাণ কমিশন পেতে পারবেন। যদি আপনি নন এসি কোচ টিকিট বুক করেন তাহলে ২০ টাকা কমিশন পাবেন এবং এসি ক্লাসে টিকিট বুক করলে ৪০ টাকা কমিশন পেয়ে যাবেন। টিকিটের এক শতাংশ মূল্য এজেন্টকে দেওয়া হয়ে থাকে।
irctc এজেন্ট হবার আরো একটা ভালো সুবিধা হল এতে টিকিট বুকিং করার কোন সীমা নেই। অর্থাৎ আপনি চাইলেই এক মাসে যত খুশি টিকিট বুক করতে পারেন। এছাড়াও আপনি ১৫ মিনিটের মধ্যেই তৎকাল টিকিট বুক করার সুবিধা পেয়ে যেতে পারবেন। ট্রেন ছাড়াও আপনি এজেন্ট হিসেবে দেশ এবং বিদেশের বিমান টিকিট বুক করতে পারবেন। একজন এজেন্ট মাসিক ৮০ হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন এর মাধ্যমে। আর যদি কাজ খুব ধীর গতিতে হয় তাহলে ও গড়ে ৪০ থেকে ৫০ হাজার টাকা আয় করা যায়। এর জন্য আপনাকে প্রতি বছরের জন্য মাত্র ৩৯৯৯ টাকা ফি দিতে হবে।