Aparna Sen: ‘বাংলাদেশ কি পাকিস্তান হয়ে যাচ্ছে’, পড়শী দেশের নক্করজনক ঘটনার প্রতিবাদী টুইট অপর্ণার!

এবছর দুর্গা পুজোয় বাংলাদেশের চিত্র আজ আর কারোর অজানা নয়৷ হিন্দু মন্দির ও মণ্ডপে চলা নৃশংস ঘটনা সকলের সামনে প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে গোটা বিশ্ব। বাংলাদেশ যে দাঙ্গার রুপ নিয়েছে…

Avatar

By

এবছর দুর্গা পুজোয় বাংলাদেশের চিত্র আজ আর কারোর অজানা নয়৷ হিন্দু মন্দির ও মণ্ডপে চলা নৃশংস ঘটনা সকলের সামনে প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে গোটা বিশ্ব। বাংলাদেশ যে দাঙ্গার রুপ নিয়েছে তা আজ নিঃসন্দেহে বলা যেতে পারে৷ তবে এই কঠিন পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে শেখ হাসিনার সরকার। তবে, বিশ্বজুড়ে বাংলাদেশের এহেন অশান্ত পরিবেশ দেখে কটাক্ষ কমেনি।

আমেরিকায় থাকা প্রবাসী বাঙালিরা পর্যন্ত এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। এমনকি এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মিছিলও করছে৷ বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান, মিথিলা-র মতো নায়িকারা গর্জে উঠেছেন এই পৈশাচিক ঘটনায়। এবার এই ঘটনা নিয়ে নিজের ক্ষোভ উগরে দিলেন অপর্ণা সেন। বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি টুইট করেন অভিনেত্রী।

নিজের টুইটার হ্যান্ডেলে অভিনেত্রী অপর্ণা সেন লিখলেন.’বাংলাদেশে এগুলো কি হচ্ছে? দেশটা কি পাকিস্তান হয়ে যাচ্ছে? খালি শুনছি বাংলাদেশি হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে! তাঁদের খুন করা হচ্ছে! বন্ধ করুন! দয়া করে এসব বন্ধ করুন! গোটা বিশ্ব অশান্ত আর হিংসাত্মক হয়ে উঠছে।’  এরপর অভিনেত্রী এক সংবাদমাধ্যমে জানিয়েছেন,” পুজোর সময় বাংলাদেশে হিন্দুদের প্রতি যে হিংসা চলেছে তা তিনি সর্বান্তকরণে ধিক্কার জানান। এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হচ্ছেন। সংখ্যালঘুদের রক্ষা করার দায়িত্ব সংখ্যাগুরুদের হাতে। হিংসার পথ কোনও পথ নয়। তিনি সর্ব ধর্ম সমন্বয়ে বিশ্বাস করেন”

তবে, এই মর্মান্তিক সঘটনা ঘটে যাওয়ার প্রায় এক সপ্তাহ পর সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করাতে এবার কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী নিজে। তাঁর ট্যুইটের কমেন্ট বক্সে এক নেট-নাগরিক লিখলেন, ‘আপনি এই ব্যাপারে নিজের মতামত বা প্রতিবাদ জানালেন দেখে আনন্দিত। কিন্তু এত দেরি করে কেন? এতদিন কেন আপনার কলম গর্জে উঠল না?’ আরেক জন আবার লিখলেন ‘দেরিতে ঘুম ভাঙল’ বলে কটাক্ষ করেছেন অভিনেত্রীকে। তবে বেশিরভাগ অভিনেত্রীর ট্যুইটে সহমত পোষণ করেছেন।