ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সায়ন্তিকা দাস : ৭৪ বছর বয়সী এক মহিলা প্রথমবার মা হয়ে রেকর্ড গড়লেন। এই মহিলা অন্ধপ্রদেশের গুন্টুরের বাসিন্দা। এর আগে এমন ঘটনা ঘটেছিল পাঞ্জাবে। তবে তিনি ৭০ বছর বয়সে মা হয়েছিলেন। এই মহিলা চুয়াত্তরের মা হয়ে নজির গড়লেন। শুধু একটি না দু’দুটো কন্যা সন্তানের জন্ম দেন এই মহিলা।
অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ই রাজা রাও ও এরামাত্তি মাঙ্গায়াম্মার বৈবাহিক জীবনের পর প্রায় ৫৭ বছর তাঁরা নিঃসন্তান ছিলেন। এত বছর তারা অনেক চিকিৎসা করিয়েও সন্তানের মুখ দেখতে পাননি। যখন তাঁরা প্রায় আশাই ছেড়ে দিয়েছেন, তখনই খবর পান তারই এক প্রতিবেশী মহিলা ৫০ বছরে মা হয়। এমন শোনার পর এরামাত্তি এবিষয় নিয়ে খোঁজ নেন। এবং জানতে পারেন আইভিএফ পদ্ধতিতে বেশি বয়সে মা হওয়া সম্ভব।
তাঁরাও এই পদ্ধতিটি করে দেখার সিদ্ধান্ত গ্রহণ করেন। এবং এই পদ্ধতিতে গর্ভধারণ করেন এরামাত্তি। গত বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ কোথাপেটের অহল্যা হাসপাতালে এরামাত্তি দুই কন্যা সন্তানের জন্ম দেন। এবং চিকিৎসকরা জানান দুই কন্যা সন্তান সুস্থ রয়েছে।