একবার ধীরুভাই আম্বানি (Dhirubhai Ambani) একটি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলেন। সেই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছিলেন নীতা। অত্যন্ত সাধারণ মেয়েটিকে দেখেই পছন্দ হয়ে গিয়েছিল ধীরুভাই-এর। একসময় তাঁর জ্যেষ্ঠ পুত্র মুকেশ (Mukesh Ambani)-র সাথে নীতার বিয়ে হয়। একসাথে পথ চলেছেন নীতা ও মুকেশ। জীবনে এসেছে চড়াই-উতরাই। একসাথেই লড়াই করেছেন মুকেশ ও নীতা। কয়েক বছর আগে নীতার জন্মদিনে তাঁকে ‘অ্যান্টিলা’ উপহার দিয়েছিলেন মুকেশ। অ্যান্টিলা নিয়ে রয়েছে প্রচুর মিথ।
অ্যান্টিলার সবচেয়ে সুন্দর ঘরটি নীতার জন্য তৈরি হয়েছে। নীতা পছন্দ করেন চা খেতে। ফলে অ্যান্টিলার রান্নাঘরে সবসময়ই মজুত থাকে দামি চা। জাপান থেকে দামি টি-সেট কিনেছিলেন নীতা। তাতেই চা পান করেন তিনি। নীতার ব্যবহার করা ওয়াশরুম বা বাথরুম নিয়ে রয়েছে মিথ। অনেকেই মনে করেন, নীতা যে বাথরুমটি ব্যবহার করেন তা সোনার তৈরি। কিন্তু এটি সম্পূর্ণ গুজব। নীতা যে বাথরুমটি ব্যবহার করেন, তাতে রয়েছে অত্যাধুনিক ব্যবস্থা। প্রকৃতপক্ষে, এটি একটি স্মার্ট বাথরুম। বাথরুমের ভিতরে রয়েছে বিশেষ স্ক্রিন সেভার যা ইচ্ছামত পরিবর্তন করা যায়।
মোবাইলের মাধ্যমে নিয়ন্ত্রিত করা যায় স্ক্রিন সেভার। বাথরুমের ভিতর তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। বাথরুমে রয়েছে অত্যাধুনিক সাউন্ড সিস্টেম যার মাধ্যমে স্নান করার সময় পছন্দমতো গান বা মিউজিক শুনতে পারেন নীতা। বাথরুমের ফ্লোরে দামী মার্বেল বসানো রয়েছে। রয়েছে থ্রি ডি ফ্লোর ভিনাইল। ভিনাইলটি রিমোট দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। এটি বিশেষ ভাবে তৈরি স্মার্ট ভিনাইল। ইচ্ছামতো পরিবর্তন করা যায় ভিনাইলের ডিজাইন। তবে সবকিছুই প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যকে থিম করে তৈরি হয়েছে।