খেলাক্রিকেট

টানা ৪ ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান? দেখে নিন কি বলছে সমীকরণ

চলতি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাতে হলে একাধিক সমীকরণ সহ ভাগ্যের উপর নির্ভর করতে হবে পাকিস্তানকে।

Advertisement

চলতি বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল হিসেবে ভারতের মাটিতে পদার্পণ করলেও শেষ রক্ষা হলো না পাকিস্তানের। টানা চার ম্যাচে লজ্জা জনক ভাবে পরাজিত হয়ে চলতে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার লড়াই থেকে একরকম ছিটকে গেল পাকিস্তান। এখন সেমিফাইনালে পৌঁছাতে হলে ভাগ্যের উপর নির্ভর করতে হবে বাবর আজমদের। অন্যথা, চলতি বিশ্বকাপে গ্রুপ পর্যায় থেকে বাড়ি ফিরতে হবে পাক বাহিনীকে।

গতকাল বিশ্বকাপের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তান। জীবন-মরনের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার কাছে ১ উইকেটে হেরে চলতি বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার লড়াই নিজেরাই অগ্নিপরীক্ষা স্বরূপ করেছে পাকিস্তান। গতকাল টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৭০ রান সংগ্রহ করে বাবর আজমরা। ২৭১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ১ উইকেট হাতে রেখে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

এদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজয়ের ফলের চলতি বিশ্বকাপে টানা ৪ ম্যাচে লজ্জা জনক ভাবে পরাজয় স্বীকার করতে হয়েছে পাকিস্তানকে। বর্তমানে ৬ ম্যাচে ৪ পয়েন্ট এবং -০.৩৮৭ রান রেট সহ পয়েন্টস টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে। অন্যদিকে, ১০ পয়েন্ট সহ পয়েন্টস টেবিলের শীর্ষ দুই স্থান দখল করে রয়েছে দক্ষিণ আফ্রিকা এবং ভারত। চলতি বিশ্বকাপে এই দুই দলের সেমিফাইনাল একপ্রকার নিশ্চিত হয়ে রয়েছে। পাশাপাশি, ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকা তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড এবং ৬ পয়েন্ট নিয়ে পয়েন্টস তালিকা চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।

চলতি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাতে হলে একাধিক সমীকরণ সহ ভাগ্যের উপর নির্ভর করতে হবে পাকিস্তানকে। প্রথমত, নিজেদের বাকি থাকা প্রত্যেকটি ম্যাচে বিশাল ব্যবধানে জয়লাভ করতে হবে বাবর বাহিনীকে। তবে পাকিস্তানের সংগ্রহে ১০ পয়েন্ট জমা হবে। অন্যদিকে, প্রার্থনা করতে হবে যেন অস্ট্রেলিয়া তাদের বাকি থাকা ম্যাচ গুলির মধ্যে কমপক্ষে ২টি ম্যাচে হারে। একমাত্র তবেই চলতি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর যোগ্যতা অর্জন করবে পাকিস্তান।

Related Articles

Back to top button