ঋষভ পান্তকে নিয়ে ইশা নেগি ও উর্বশী রাউতেলার লড়াই, ইন্টারনেটে ভিডিও ভাইরাল হয়েছে

আগামী ১৬ই অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচের বল মাটিতে গড়াতে চলেছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে চলতি মাসের প্রথমেই সূদূর অস্ট্রেলিয়াতে পৌঁছেছে টিম ইন্ডিয়া। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু করবে বিরাট কোহলিরা। তবে তার আগে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের সমর্থনে ইতিমধ্যে হাজার হাজার ক্রিকেট প্রেমীরা পৌঁছেছে সূদূর অস্ট্রেলিয়াতে। আর সেই দলে নাম লিখেছেন বলিউডের অন্যতম সফল অভিনেত্রী ঊর্বশী রাউতেলা।

আর উর্বশীর অস্ট্রেলিয়াতে পৌঁছানাকে কেন্দ্র করে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে তীব্র সমালোচনা। নেট প্রেমীরা মনে করছেন, টিম ইন্ডিয়ার অংশ ঋষভ পন্থের জন্যই অস্ট্রেলিয়াতে গেছেন উর্বশী। আপনাদের জানিয়ে রাখি, বিগত দুই বছরের বেশি সময় ধরে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে যে, ঋষভ পন্থ ও ঊর্বশী রাউতেলার মধ্যে বন্ধুত্বের চেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। যদিও এই প্রসঙ্গে দুজন কখনোই মুখ খোলেননি সোশ্যাল মিডিয়ায়। তবে একে অন্যকে সুযোগ পেলেই করেছেন তীব্র আক্রমণ।

এদিকে ঋষভ পন্থের সঙ্গে বলিউড অভিনেত্রী ঊর্বশীর নাম যুক্ত হতেই ঋষভ পন্থ তার গার্লফ্রেন্ড তথা ইশা নেগির ছবি প্রকাশ্যে আনেন। তবে তার শর্তেও ঋষভ পন্থের পিছু ছাড়তে নারাজ উর্বশী রাউতেলা, এমনটাই মনে করছেন নেট প্রেমীরা। সম্প্রতি টিম ইন্ডিয়ার সমর্থনে উর্বশীর অস্ট্রেলিয়া যাত্রাকে তাই একেবারে হেলায় উড়িয়ে দিতে পারছেন না নেট ব্যবহারকারীরা।

এরই মধ্যে অঙ্কিত পাঠক নামে এক ভারতীয় সমর্থক তার ইনস্টাগ্রাম একাউন্টে একটি সংক্ষিপ্ত ভিডিও শেয়ার করেছেন। যে ভিডিওতে দেখা যাচ্ছে, কোন একটি কারণে দুটি মেয়ের মধ্যে লড়াই চলছে। মজার ছলে অঙ্কিত পাঠক ক্যাপশনে লিখেছেন “ঋষভ পন্তকে নিয়ে ইশা নেগি এবং উর্বশী রাউতেলার লড়াই”। যা দেখতে না দেখতে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।