Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করোনার আবহে এবার বাড়িতে বসেই দেখুন ভার্চুয়াল রথযাত্রা, লাইভ ভিডিও

Updated :  Tuesday, June 23, 2020 12:17 PM

প্রতিনিয়ত মানুষ লড়াই করে চলেছে করোনা ভাইরাস নামে এক মারন ভাইরাসের বিরুদ্ধে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বন্ধ রাখা হয়েছে সমস্ত উৎসব অনুষ্ঠান। আজ রথ উৎসব। তবে করোনার আবহে উৎসব তো বন্ধ হতে পারে না। সেই কথা মাথায় রেখেই ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনশাসনেস ঠিক করেছিল এবছর কলকাতায় রথযাত্রা হবে না। সামাজিক দূরত্ব বজায় রাখতেই এবারে রথযাত্রা স্থগিত করার সিদ্ধান্ত নেয় ইসকন কর্তৃপক্ষ।

কিন্তু এত দিনের পুজো শুধুমাত্র করনার জন্য মানুষ দেখতে পাবে না তা তো হয় না। তাই সে কথা মাথায় রেখেই ডিজিটাল প্ল্যাটফর্ম এর মাধ্যমে ভক্তরা রথযাত্রার সাক্ষী থাকতে পারবেন। তৈরি করা হয়েছে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম সেখানে দেওয়া একটি লিংকে তোরা নিজেদের নাম রেজিস্টার করতে পারবেন। রেজিস্ট্রেশন এর পুরো প্রক্রিয়াটি শেষ হলে একটি কোড নাম্বার দেওয়া হবে।

সেই কোড নাম্বারটির ভিত্তিতে রথযাত্রার নিয়ে সমস্ত তথ্য পৌঁছে যাবে ভক্তদের কাছে। এই ভার্চুয়াল প্রক্রিয়ার মাধ্যমে ঘরে বসে ভক্তরা দেখতে পাবেন রথযাত্রা। প্রয়োজনে গোটা পরিবার মিলে সামিল হতে পারবেন আরতিতেও। চাইলে ভোগ প্রসাদ সবই পেতে পারেন ভক্তরা। এই পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত হবে মায়াপুর থেকে। এর ভিত্তিতে বিশ্বের প্রায় ২৫ হাজার ঘরে পৌঁছে যাবে ১০৮ টি রথ।

 

লাইভ ভিডিও দেখতে ক্লিক করুন