নিউজরাজ্য

করোনা মোকাবিলায় বর্ধমান স্টেশনে ট্রেনে তৈরী আইসোলেশন ওয়ার্ড

Advertisement

পশ্চিমবঙ্গের অন্যতম ব্যস্ত রেলওয়ে স্টেশন বর্ধমান জংশন। নিত্যদিন লক্ষাধিক যাত্রীদের ভিড় থাকে এই স্টেশনে। ভোরবেলা থেকে গভীর রাত পর্যন্ত যাত্রী সমাগমের ব্যস্ততায় থাকা এই রেলওয়ে স্টেশন বর্তমানে শুনশান, চুপচাপ। লক ডাউনের পর থেকেই যাত্রীর ভিড় ও ট্রেনের রাজত্ব থমকে গেছে। এদিকে করোনার প্রভাবে দেশে নিত্যদিন বেড়ে চলেছে সংক্রমিত রোগীর সংখ্যা। এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬০০০ পার করে গিয়েছে এবং মৃত্যু ২০০ ছাড়িয়েছে।

এমত অবস্থায় বর্ধমান রেল স্টেশনে দাঁড়িয়ে আছে একটি আইসোলেশন ট্রেন। যেখানে করোনায় আক্রান্ত রোগীর চিকিৎসা হবে। এই দশ কামরার আইসোলেশন ট্রেনটিতে রয়েছে বিশেষ আইসোলেশন কর্ম্পাটমেন্ট। ট্রেনটির কামরাগুলির বার্থ এখন সরিয়ে নেওয়া হয়েছে এবং তার পরিবর্তে সেখানে রাখা হয়েছে অক্সিজেন সিলিণ্ডার। যাত্রীরা যেখানে শোওয়া বসা করেন সেই স্থানটিকেই মূলত তৈরি করা হয়েছে আইসোলেশন ওয়ার্ড হিসেবে।

এছাড়া কামরার শৌচালয়কে স্নানঘরে পরিনত করা হয়েছে। কামরায় রাখা হয়েছে সুইচ ও প্লাগের বোর্ড ভোল্টেজ ভেন্টিলেশন মেশিনের জন্য। এই দশ কামরার আইসোলেশন যুক্ত ট্রেনটি বর্ধমানের সাত নম্বর প্ল্যাটফর্মে রাখার ব্যবস্থা করা হয়েছে। রেলের ডাক্তার ও নার্স রয়েছেন রোগীর চিকিৎসার্থে।

Related Articles

Back to top button