আন্তর্জাতিকদেশনিউজ

তীর্থযাত্রীদের নিয়ে ভোলবদল পাকিস্তানের, কার্তারপুরে লাগবে পাসপোর্ট

Advertisement

পাঞ্জাব : কার্তারপুর নিয়ে ১৮০ ডিগ্রি ঘুরে গেল পাকিস্তানের অবস্থান। ১ নভেম্বর পাক প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা করেছিলেন কার্তারপুর করিডর দিয়ে শিখ তীর্থযাত্রীদের গুরু নানকের সমাধিস্থলে যেতে লাগবে না কোন কিছুই। শুধু মাত্র একটি বৈধ পরিচয়পত্র থাকলেই এই করিডর দিয়ে পবিত্র গুরুদ্বারে যেতে পারবেন তীর্থযাত্রীরা। এর জন্য লাগবে না কোন প্রবেশ মূল্য ও পাসপোর্ট।

কিন্তু কার্তারপুর করিডর উদ্বোধনের মুহূর্তে এসে বদলে গেল পাকিস্তানের অবস্থান। পুরোপুরি ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান মেজর জেনারেল আসিফ গফুর জানালেন, ‘কার্তারপুর করিডর দিয়ে আসা তীর্থযাত্রীদের পাসপোর্ট থাকা বাধ্যতামূলক।’

আরও পড়ুন : মাওবাদীর সাথে তীব্র গুলির লড়াই জওয়ানদের, শহীদ CRPF জওয়ান

প্রসঙ্গত, গত অক্টোবরে ভারত ও পাকিস্তান কার্তারপুর করিডর নিয়ে একটি চুক্তিতে সই করেন। এই চুক্তির মাধ্যমে কার্তারপুর করিডর দিয়ে ভিসা ছাড়াই শিখ তীর্থযাত্রীদের পাকিস্তানে অবস্থিত দরবার সাহিবে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়। তারপরই পাক প্রধানমন্ত্রী ইমরান খান পাসপোর্ট ছাড়াই গুরুদ্বারে যাওয়ার বিষয়ে ঘোষণা করেছিলেন।

Related Articles

Back to top button