Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বৃষ্টিময় হতে পারে নববর্ষ, ১০ ডিগ্রীর নীচে পারদ নামল রাজ্যে

শীত তীব্রতর হয়ে উঠলেও তা আর বেশিদিন থাকবে না, সোমবার থেকে তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। নতুন বছরের প্রথম দিনেই বৃষ্টির সম্ভাবনা থাকছে, দ্বিতীয় দিনেও বৃষ্টির সম্ভাবনা থাকবে,দেখা…

Avatar

শীত তীব্রতর হয়ে উঠলেও তা আর বেশিদিন থাকবে না, সোমবার থেকে তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। নতুন বছরের প্রথম দিনেই বৃষ্টির সম্ভাবনা থাকছে, দ্বিতীয় দিনেও বৃষ্টির সম্ভাবনা থাকবে,দেখা মিলতে পারে শিলা বৃষ্টিরও তবে তা বিক্ষিপ্তভাবে হবে। পরিবেশ থাকবে স্যাঁতস্যাঁতে।

বৃহস্পতিবার আকাশে কালো মেঘ ছিল শুক্রবার আকাশ থেকে অনেকটা সরে গেলও পুরোপুরি পরিষ্কার হয়নি তবে আজ আকাশ থাকবে নীল এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা শুক্রবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৩ ডিগ্রি। শিলিগুড়িতে ৬.৭ ডিগ্রি , কৃষ্ণনগরে ৭.৮ ডিগ্রি, বহরমপুরে ৮.৪ ডিগ্রি, পুরুলিয়ায় ৯.৪ ডিগ্রি। কলকাতা ছাড়া বাকি সব জেলাতেই কনকনে ঠাণ্ডা পড়তে পারে সেজন্য রাজ্যের সব জেলায় শৈত্য প্রবাহের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১১.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে প্রায় তিন ডিগ্রি কম। রবিবার জমিয়ে শীত উপভোগ করতে পারবেন শহরবাসী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ‘আমি মরে গেলেও বিজেপিকে বাংলায় ডিটেনশন ক্যাম্প বানাতে দেব না’, : মমতা

এখনো পর্যন্ত কলকাতায় ১১.৬ ডিগ্রি তাপমাত্রার অবস্থান দেখা গেছে। ২০১২ সালের ২৭ ডিসেম্বর আলিপুরে তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি। তবে দশকের রেকর্ড ভাঙার মতো অবকাশ কিন্তু নেই শহরের হাতে, কারণ আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন শীত থাকবে। সোমবার থেকে দেশজুড়ে তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান।কারণ পশ্চিমি ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে প্রভাব ফেলায় উত্তুরে হাওয়া হবে অবরুদ্ধ। এই মুহূর্তে দিল্লিতে ৪.২ ডিগ্রি।যা বছর শেষে ৬ – ৮ডিগ্রি তে পৌঁছাবে বলে অনুমান। সেই সময় কলকাতায় তাপমাত্রা থাকবে ১৪-১৫ ডিগ্রি।

পশ্চিমি ঝঞ্ঝা ক্রমশ পূর্ব দিকে সরতে থাকলে বাতাসের উপরের স্তরে থাকা উত্তুরে -পশ্চিমি বাতাস আর নিচের স্তরে থাকা সোঁদা পুবালি বাতাসের সংঘর্ষে বছর শুরুতে বৃষ্টি হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

About Author