মাত্র ১৩৯৯৯ টাকায় ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ১৬ জিবি র্যাম, ভারতের বাজারে চলে এলো এই নতুন অলরাউন্ডার স্মার্টফোন
ভারতের বাজারে এই মুহূর্তে আইটেল কোম্পানিটি একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে
সস্তা স্মার্টফোন বানানোর জন্য জনপ্রিয় ব্র্যান্ড আইটেল সম্প্রতি ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানি এবারে লোয়ার মিডিল সেগমেন্টে তার নতুন বাজি খেলতে চলেছে। সম্প্রতি ভারতীয় বাজারে এই কোম্পানিটি তাদের নতুন স্মার্টফোন ITEL S23+ লঞ্চ করে দিয়েছে। এই স্মার্টফোনটি বাজেট সেগমেন্টে অত্যন্ত উন্নত বৈশিষ্ট্য প্রদান করে থাকে। ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, থ্রি ডি কার্ভ ডিসপ্লে এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মত বেশ কিছু ফিচার দিয়ে তৈরি হয়েছে এই স্মার্টফোন। স্মার্টফোনের বর্তমান দাম ১৩৯৯৯ টাকা। চলুন এই স্মার্টফোনের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। এলইডি ফ্ল্যাশ এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর ফোনের পিছনের প্যানেলে দেওয়া হয়েছে। এই ক্যামেরা একটি সেকেন্ডারি এআই লেন্সের সাথে কাজ করতে পারে। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও এই স্মার্ট ফোনে দেওয়া হয়েছে একটি ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এটি হতে চলেছে একটি থ্রিডি কার্ভ ডিসপ্লে এবং এখানে থাকবে একটি অ্যামোলেড প্যানেল। এই স্মার্টফোনটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রযুক্তি দিয়ে সজ্জিত হবে। স্মার্টফোনে থাকবে গরিলা গ্লাস ৫ প্রোটেকশন।
স্মার্ট ফোনে আপনারা পেয়ে যাবেন android ১৩ অপারেটিং সিস্টেম। ফোনটি চলছে টাইগার প্রসেসরের মাধ্যমে। এটি আদতে একটি অক্টা-কোর প্রসেসর যা ২ গিগাহার্তজ পর্যন্ত ক্লক স্পিড দিতে পারে। এই স্মার্টফোনে মেমোরি ফিউশন প্রযুক্তি সজ্জিত রয়েছে। এই স্মার্টফোনে আপনারা ৮ জিবি অবধি ৱ্যাম পেয়ে যাবেন। এর পাশাপাশি আপনি অতিরিক্ত ৮জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম যোগ করতে পারবেন। সব মিলিয়ে আপনি ১৬ জিবি ৱ্যাম পেয়ে যাবেন এই স্মার্টফোনে। এর পাশাপাশি এই স্মার্টফোনে রয়েছে একটি ৫০০০ mAh ব্যাটারি যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং ফিচার এর সাথে আসছে।