নিউজপলিটিক্সরাজ্য

কোনও বাড়ি নয়! এইবার কৃষকদের সাথে মাঠে বসে মধ্যাহ্নভোজ সারবেন নাড্ডা

আগের বারের পরে এইবার অনেকটাই নজর রাখা হবে জেপি নাড্ডার(JP Nadda) নিরাপত্তার ওপর 

Advertisement

বিধানসভা নির্বাচনে বাংলা দখন করাই এখন গেরুয়া শিবিরের প্রধান উদ্দেশ্য। তার আগে আবার বাংলা সফরে আসছেন গেরুয়া শিবিরের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শুক্রবার তথা আজ রাতে কলকাতায় পৌছাবেন নাড্ডা। শনিবার দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে গেরুয়া শিবিরের নেতার।

আগের বছর বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা নিয়ে বাংলা রাজনীতিতে তৈরি হয়েছিল আলোড়ন। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এইবার তার নিরাপত্তার দিকে দেওয়া হবে বিশেষ নজর। নির্ধারিত সময়সূচি অনুসারে, শুক্রবার তথা আজ রাত ৮.৩০ নাগাদ দমদম বিমানবন্দরে পৌছানোর কথা তার। রাতে হোটেল ওয়েস্টিনে থাকবেন তিনি। শনিবার সকাল ৯ টা ১০ নাগাদ কলকাতা বিমানবন্দরে আসবেন নাড্ডা। সেখান থেকে রওনা দেবেন মালদহের উদ্দেশ্যে। সেখানে পৌছানোর পর ১১ টা নাগাদ মালদহের সেন্টাল ইন্সটিটিউট ফর সাবট্রপিক্যাল হার্টিকালচারে যাওয়ার কথা তার। মিনিট ২০ সেখানে থাকবেন জেপি নাড্ডা। সাড়ে ১১ টা নাগাদ যাবেন সাহাপুর গ্রামে। স্থানীয় কৃষকদের সাথে সেখানে সহভোজ করবেন তিনি। এইবার আর কারও বাড়ি নয়। কৃষকদের সাথে মাঠে বসেই তিনি খাবেন খিচুড়ি। বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে জনসংযোগের জন্যই এই ধরণের কর্মসূচি রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সাড়ে ১২ টা নাগাদ ফোয়ারা মোড় থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি পর্যন্ত ৭৫০ মিটারের মতো রাস্তায় রোড শো করবেন। রোড শো শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন নাড্ডা। বেলা ১টা ৫০ নাগাদ মালদহ বিমানবন্দরে পৌঁছবেন। নবদ্বীপের উদ্দেশে রওনা দেবেন। সেখানে চটির মাঠে রথযাত্রার সূচনা করবেন জেপি নাড্ডা (JP Nadda) । সেই সমস্ত কর্মসূচি সেরে ৪টে ৪৫ নাগাদ কলকাতার উদ্দেশে রওনা দেবেন। সন্ধে ৬টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হবেন নাড্ডা। ৭.৩৫ নাগাদ ফের দিল্লি পাড়ি দেওয়ার কথা। সাংবাদিক বৈঠকে এবার ঠিক কী বলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

Related Articles

Back to top button