VIRAL: নদীতে সাঁতার কাটার সময় একটি কুমিরকে চোয়াল দিয়ে চেপে হত্যা করল এক ভয়ংকর জাগুয়ার, ভাইরাল ভিডিও
ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে
বড় শিকারী থেকে ছোট শিকারী, জঙ্গলের নিয়ম হলো, যে বেশি শক্তিশালী, যে বেশি ক্ষমতাধারী, সেই কিন্তু শেষ পর্যন্ত জীবিত থাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এরকম একটি ভিডিও ভাইরাল হয়ে উঠেছে। সম্প্রতি টুইটারে একটি ভিডিও জনপ্রিয় হয়ে উঠেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি একটি জাগুয়ার নদীর পাশে বসে থাকা একটি কুমিরের শিকার করতে যাচ্ছে। ফিগেন নামের একজন টুইটার ব্যবহারকারী এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন গত সোমবার।
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি, সম্পূর্ণ রণনীতি ব্যবহার করে ঘাত লাগিয়ে ওই কুমিরের উপরে হামলা করতে যাচ্ছে একটি জাগুয়ার। প্রথমে দেখা যাচ্ছে ওই প্রাণীটি নদীর পাশে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে থাকার চেষ্টা করছে। তারপর যখনই কোন একটা সুযোগ আসছে, এই সময়েই হঠাৎ করে কুমিরের উপর আক্রমণ করছে ওই জাগুয়ার। আক্রমণের সময় ওই কুমিরটি নদীর মধ্যে সাঁতার কাটছিল। সেই সময় হঠাৎ হামলা হওয়ায় পুরোপুরি চমকে যায় ওই কুমির।
৪২ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে বন্যপ্রাণীদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম আমরা দেখতে পেলাম। এই ভিডিওতে আমরা দেখলাম শেষ পর্যন্ত জাগুয়ার এই প্রতিযোগিতা জিতে যাচ্ছে এবং কুমিরকে নিজের চোয়ালের জোর দিয়ে নদী থেকে বাইরে টেনে নিয়ে আসছে ওই জাগুয়ার। শেয়ার করা এই ভিডিওতে ইতিমধ্যেই ২৬ লক্ষ ভিউ চলে এসেছে এবং ২৭,০০০ মানুষ এই ভিডিওটিকে লাইক করেছেন। চার হাজার ব্যবহারকারী এই ভিডিওটি শেয়ার করেছেন এবং কমেন্ট করেছেন। চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওটি আরো একবার।
"Mekan basmak" nasıl olur, işte böyle olur. pic.twitter.com/4ruv2R4QUH
— Vahşi Hayatlar (@VahsiHayatlar) April 15, 2020