Today Trending Newsদেশনিউজ

অযোধ্যায় রামমন্দিরে বড়সড় জঙ্গি হামলার ছক, গোয়েন্দা সূত্রে খবর

Advertisement

অযোধ্যা মন্দিরে জঙ্গি হামলার আশঙ্কা তৈরি হলো। গোয়েন্দা সংস্থাগুলি জইশ-ই-মহম্মদের সন্ত্রাসীদের দ্বারা অযোধ্যায় একটি জঙ্গি হামলা হতে পারে বলে জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতেই বুধবার উত্তর প্রদেশের মূল মন্দির শহর অযোধ্যা শহর জুড়ে সুরক্ষা জোরদার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, জইশ প্রধান মাসুদ আজহার জঙ্গিদের নির্দেশ দিয়েছে অযোধ্যায় একটি সন্ত্রাসী হামলা চালানোর।

সংবাদ সংস্থা IANS এর খবরে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টেলিগ্রামের মাধ্যমে মাসুদ আজহার তাঁর কর্মীদের ভারতের মাটিতে একটি জঙ্গি আক্রমণ পরিচালনা করার নির্দেশ দিয়েছে। গোয়েন্দাদের অনুমান গত মাসে ভারত-নেপাল সীমান্ত দিয়ে পাকিস্তান বেসড সাত জঙ্গি ভারতে প্রবেশ করেছে। তারা উত্তর প্রদেশের গোরক্ষপুর এবং অযোধ্যা শহরে আত্মগোপন করে আছে বলে অনুমান গোয়েন্দাদের।

আরও পড়ুন : কমানো হল শচীনের নিরাপত্তা, সুরক্ষায় উন্নতি উদ্ধব ঠাকরের পুত্র আদিত্যর

এই সাত জন সন্তাসবাদীর মধ্যে পাঁচজনকে চিহ্নিত করা গেছে, তারা হলো আবু হামজা, মোহাম্মদ ইয়াকুব, নিসার আহমদ, মোহাম্মদ শাহবাজ এবং মোহাম্মদ কওমি চৌধুরী। গোয়েন্দা সূত্র বলছে, পাকিস্তান সীমান্তে অনেক সেনাবাহিনী মোতায়েন থাকায় পাকিস্তান নিয়মিত সন্ত্রাসীদের নেপাল সীমান্ত দিয়ে ভারতে পাঠাচ্ছে।

প্রসঙ্গত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মাসের প্রথম দিকে ঘোষণা করেছিলেন যে, অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ চার মাসের মধ্যেই শুরু হবে। ঝাড়খণ্ডে ভোটের প্রচারে সরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। এবার চার মাসের মধ্যেই অযোধ্যায় ভগবান রামের একটি আকাশ ছোঁয়া মন্দির তৈরির কাজ শুরু হবে।’ গোয়েন্দাদের অনুমান এবার সেই রামমন্দিরের উপরেই জঙ্গি হামলা চালানোর পরিকল্পনা করছে জইশ-ই-মহম্মদ।

Related Articles

Back to top button