দেশনিউজ

ভ্রমণপ্রেমীদের জন্য খুলে যাচ্ছে কাশ্মীর, তবে মানতে হবে বিশেষ নিয়ম

১৪ জুলাই থেকে খুলছে কাশ্মীর। কিন্তু পর্যটকদের বিশেষ নিয়মবিধি মানতে হবে।

Advertisement

বেশিরভাগ মানুষেরই স্বপ্নের ভ্রমণস্থল কাশ্মীর। অনেকের আবার হানিমুন ডেস্টিনেশন হিসাবে নির্বাচিত থাকে এই ভূস্বর্গ। কিন্তু করোনার জেরে সব ভেস্তে গেছে। দীর্ঘদিন বন্ধ রয়েছে কাশ্মীরে প্রবেশ। ভ্রমণপ্রেমীরা বহুদিন দেখা পায়নি সেই অপরূপ সুন্দর পাহাড়ের, দেখা হয়নি শিশির বিন্দুর, স্পর্শ করা হয়নি বরফকে। অবাক হয়ে তাকিয়ে দেখা সেই অপরূপ দৃশ্য ও চোখে পড়েনি। কিন্তু এবার সেই ভ্রমণপ্রেমীদের সব দুঃখ, কষ্ট হয়তো ঘুচতে চলেছে।

দীর্ঘদিন লকডাউনের জেরে দেশের বিভিন্ন ভ্রমণস্থল বন্ধ রয়েছে। তবে এখন ধীরে ধীরে খুলে দেওয়া হচ্ছে। তবে অবশ্যই মানতে হচ্ছে বিশেষ নিয়ম-কানুন। খুলেছে বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁ। এবার খুলছে বাঙালির সবথেকে প্রিয় জায়গা কাশ্মীর। ১৪ জুলাই থেকে খুলছে কাশ্মীর। কিন্তু পর্যটকদের বিশেষ নিয়মবিধি মানতে হবে। কি সেই নিয়ম-কানুন?

ট্রেন ও সড়কপথে পর্যটকরা যেতে পারবেন না। এই ওই পরিষেবা আপাতত বন্ধ। শুধুমাত্র বিমানেই যাওয়া যাবে কাশ্মীর। জম্মু-কাশ্মীর প্রশাসনের তরফ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, সকল পর্যটকদের রিটার্ন টিকিট থাকতে হবে। হোটেল বুকিংয়ের সমস্ত কাগজপত্র এয়ারপোর্টে চেকিং করাতে হবে। কতদিনের জন্য আসছেন সেটা বলতে হবে। এয়ারপোর্টেই পর্যটকদের থার্মাল স্ক্রিনিং করা হবে। করোনা পরীক্ষাও করা হবে। যতক্ষণ না পর্যন্ত পরীক্ষার ফল আসছে, ততক্ষণ হোটেলের ঘরে থাকতে হবে। রিপোর্ট নেগেটিভ এলেই পর্যটকরা ভ্রমণের অনুমতি পাবেন। আর রিপোর্ট পজিটিভ এলেই সব প্ল্যান বাতিল।

Related Articles

Back to top button