Today Trending Newsদেশনিউজ

সকাল থেকেই ফাঁকা স্টেশন চত্বর, জনতা কার্ফুর জেরে স্তব্ধ রেল পরিষেবা

Advertisement

গমগমে স্টেশন চত্বর আজ সকাল থেকেই ফাঁকা, নেই যাত্রী, বাতিল ট্রেন। জনতার জন্য জনতা কার্ফু আজ। আর জনতা কার্ফুর জেরে সকাল থেকেই স্তব্ধ প্রায় গোটা দেশ। রবিবার সকাল ৭-৯ টা পর্যন্ত থাকবে জনতা কার্ফু। সকলকে ঘরে থাকতে বলা হয়েছে।জরুরি পরিষেবার সাথে যুক্ত ব্যক্তিদের ছাড়া সকলকে ঘরে থাকতে বলা হয়েছে। মনে করা হচ্ছে গোটা শহর লক ডাউন এ-র পূর্ব প্রস্তুতি রবিবারের জনতা কার্ফু।

এই পরিস্থিতিতে রেলেও নেই যাত্রী।এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ট্রেন যাত্রা বাতিল থাকবে শনিবার মধ্যরাত থেকে রবিবার রাত ১০টা পর্যন্ত। সেই সঙ্গে বাতিল হয়েছে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। প্রতিদিন হাওড়া এবং শিয়ালদহ স্টেশনে ভিড় জমজমাট হলেও এদিন সকাল থেকে ভিড়ের চিহ্নমাত্র নেই। দুটি স্টেশন একেবারে ফাঁকা। শহরতলির ট্রেনগুলির সংখ্যাও ন্যূনতম থাকবে রবিবার। রবিবার থেকে বন্ধ থাকবে আইআরসিটিসি-র স্টলও।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আজ কার্যত গৃহবন্দী ভারত

রাজ্যের পাশাপাশি  দিল্লি এবং মুম্বই স্টেশনেও এক পরিস্থিতি, ফাঁকা স্টেশন চত্বর, নেই কোনো যাত্রী। যদিও দিল্লির স্টেশনে কিছু যাত্রী আছে তবে ট্রেন বাতিল থাকায় সমস্যা হচ্ছে তাঁদের৷

দিনকয়েক পূর্বে জাতির উদ্দেশ্যে বক্তব্য রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ‘জনতা কার্ফু’-চলবে। শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যতিরেকে সকলকে গৃহবন্দী থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

Related Articles

Back to top button