অ্যাকাউন্টে টাকা না থাকলেও তুলতে পারবেন ১০০০০ টাকা, জানুন ভারত সরকারের এই নতুন অ্যাকাউন্ট স্কিমের ব্যাপারে

ভারতবাসীদের জন্য আবারো একটি নতুন সুযোগ নিয়ে এল ভারত সরকার। বাড়িতে বসেই দেদার টাকা রোজগার করার সুযোগ পেতে চলেছেন ভারতের নিবাসীরা। খুবই সহজে প্রধানমন্ত্রী জন ধন যোজনা একাউন্টে টাকা নিবেশ করলেই আপনারা নানান ধরনের সুবিধা গ্রহণের সুযোগ পেয়ে যাবেন। আপনারা জানেন, ভারতবর্ষের কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি অটোমেটিক লোন নিতে পারবেন না। অর্থাৎ যদি আপনার একাউন্টে টাকা না থাকে তাহলে আপনি টাকা তুলতে পারবেন না। কিন্তু প্রধানমন্ত্রী জন ধন একাউন্ট একটু আলাদা। আপনার একাউন্টে যদি ব্যালেন্স না থাকে, তাহলেও আপনি ১০০০০ টাকা পর্যন্ত ডেবিট করতে পারবেন এই ধরনের অ্যাকাউন্ট থেকে। এটি জিরো ব্যালান্স অ্যাকাউন্ট হবার পাশাপাশি, আপনাকে কিছুটা অতিরিক্ত ডেবিট এর সুবিধা দিয়ে থাকে। অবশ্যই আপনাকে পরবর্তীকালে এই টাকা ফেরত দিতে হবে। কিন্তু যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে আপনি এই টাকা ডেবিট করতে পারেন। তার পাশাপাশি রয়েছে RuPay ডেবিট কার্ডের সুবিধা যার মাধ্যমে আপনি একাউন্ট থেকে টাকা তুলতে পারবেন এবং করতে পারবেন কেনাকাটা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালে স্বাধীনতা দিবসের ভাষণের দিন এই প্রধানমন্ত্রী জন ধন যোজনা শুরু করেছিলেন। এই প্রকল্পটি সেই বছর ২৮শে আগস্ট চালু করা হয়েছিল। এখনো পর্যন্ত এই প্রকল্পের আওতায় ৫০ কোটি মানুষ নিজেদের জিরো ব্যালান্স অ্যাকাউন্ট খুলেছেন। ২০১৮ সালে ভারত সরকারের তরফ থেকে আরও নতুন কিছু সুবিধা এবং কিছু বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছিল এই যোজনার জিরো ব্যালান্স অ্যাকাউন্টে। এই প্রধানমন্ত্রী জন ধন যোজনার দ্বিতীয় সংস্করণটি চালু হওয়ার সাথে সাথেই অনেক ভারতবাসী এই প্রকল্প অনুযায়ী নিজেদের অ্যাকাউন্ট খুলেছিলেন।

মন্ত্রকের মতে, ২০১৫ সালে যে রকম ভাবে জিরো ব্যালান্স অ্যাকাউন্ট খুলেছিলেন ভারতবাসীরা, সেই তুলনায় এখন এই জিরো ব্যালান্স অ্যাকাউন্টের সংখ্যা অনেকটা হ্রাস পেয়েছে। ২০১৫ সালের মার্চ মাস পর্যন্ত এমন ৫৮% অ্যাকাউন্ট ভারতে কার্যকর ছিল, যেখানে কোনো ব্যালেন্স ছিল না। এই বছরের ৬ জানুয়ারির হিসাব অনুযায়ী এই সংখ্যাটা ৭.৫ শতাংশের কাছাকাছি। অর্থাৎ এতদিন পর্যন্ত মানুষ শুধুমাত্র জিরো ব্যালান্স অ্যাকাউন্ট খোলার জন্য খুলেছিলেন। কিন্তু এখন মানুষ এই একাউন্টে টাকা রাখছেন এবং এই অ্যাকাউন্ট ব্যবহার করছেন।

জন ধন যোজনার অধীনে দশ বছরের কম বয়সী শিশুর একাউন্ট খোলা যেতে পারে। যদি এই স্কিম অনুযায়ী আপনি একাউন্ট খোলেন, তাহলে আপনি পেয়ে যাবেন RuPay এটিএম কার্ড, ২ লক্ষ টাকার দুর্ঘটনা বীমা কভার, ৩০ হাজার টাকার লাইফ ইন্সুরেন্স, এবং জমার পরিমাণের উপরে সুদ। এছাড়াও এতে আপনি দশ হাজার টাকার ওভার ড্রাফ্ট এর সুবিধা পেয়ে যাবেন। যেকোনো ব্যাংকে গেলেই এই অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন। এই একাউন্টে আপনাকে কোন নূন্যতম ব্যালেন্স বজায় রাখতে হবে না।

আপনি এই ধরনের অ্যাকাউন্ট খোলার জন্য নিজের আধার কার্ড, পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স সহ আপনার কেওয়াইসি নথি ব্যবহার করতে পারেন। আপনার কাছে যদি কেওয়াইসি নথি না থাকে তাহলে আপনি একটি ছোট একাউন্ট খুলতে পারেন। এই ব্যাংক একাউন্টে আপনাকে ব্যাংক অধিকর্তার সামনে নিজের ছবি এবং নিজের স্বাক্ষর করতে হবে সেই ফর্মের উপর। এই ধরনের অ্যাকাউন্ট খুলতে আপনাকে অতিরিক্ত কোনরকম চার্জ দিতে হবে না। স্বাধীনভাবে ১০ বছর বা তার বেশি বয়সের যে কোন ব্যক্তি এ ধরনের প্রধানমন্ত্রী জন ধন যোজনা একাউন্ট খুলতে পারেন।

BharatBarta Desk

Published by
BharatBarta Desk

Recent Posts

Landman Season 3 to ‘Reset’ Storyline, Co-Creator Teases New Direction

Key Points Co-creator Christian Wallace says Season 3 will mark a major “reset” for Landman.…

January 20, 2026

James Marsters Reveals Buffy’s Darkest Scene Sent Him Into Therapy

Key Points James Marsters says filming Buffy the Vampire Slayer’s Season 6 episode “Seeing Red”…

January 20, 2026

GameStop Sparks Backlash Over Sophie Turner’s Lara Croft in Prime Video’s Tomb Raider

Key Points Amazon unveiled a first-look image of Sophie Turner as Lara Croft on January…

January 20, 2026

General Hospital Spoilers Preview: Drew and Willow’s Future Takes a Shocking Turn

Key Points Willow has been cleared of charges in Drew’s shooting, shifting suspicion toward Michael.…

January 20, 2026

LA 2028 Olympics Ticket Registration Opens January 2026

Key Points Registration for the LA 2028 Olympic and Paralympic Games ticket lottery begins in…

January 20, 2026

LA 2028 Olympics Tickets to Start at $28, Fundraising Effort to Provide Free Access for Locals

Key Points Single-event tickets for the 2028 Los Angeles Olympics and Paralympics will start at…

January 20, 2026