জাপানি এক অ্যান্টি-ভাইরাস ওষুধ দারুন কাজ করছে COVID-19 মোকাবিলায়
গোটা বিশ্বে আতঙ্কিত নোভেল করোনা ভাইরাসের প্রভাবে। চীনের পরিস্থিতি স্বাভাবিক হলেও প্রকোপ বেড়েছে ইরান ও ইতালিতে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনেও ক্রমশ বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ভারতে নোভেল করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে তিনজনের। আক্রান্ত হয়েছেন ১৫১ জন। দেশের সমস্ত সুইমিং পুল, শপিং মল, শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখা হয়েছে, করোনা সংক্রমণের জের কমাতেই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
গোটা বিশ্বের এই অবস্থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO ‘বিশ্বব্যাপী মহামারী’ ঘোষণা করেছে। করোনা ভাইরাসে উৎসস্থল চীনে মৃত্যু বেড়ে দাড়িয়েছে ৩,২৩৭ জন এবং আক্রান্তের খবর মিলেছে ৮০,৮৯৪ জনের। তার মধ্যে ৬৯,৬১৪ জন সুস্থ হয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। তবে আপাতত চীনের পরিস্থিতি নিয়ন্ত্রণে।
আরও পড়ুন : বড় খবর : করোনায় মৃত্যু হতে পারে ২৭ লক্ষ মানুষের
এমন পরিস্থিতি আশার আলো দেখা গিয়েছে এই মারণ ভাইরাসের প্রভাব নিয়ন্ত্রণে আনতে। চীনা সরকার জানিয়েছে, জাপানের একটি অ্যান্টি-ভাইরাস ওষুধ ব্যাপক সাড়া মিলেছে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর দেহে। জাপানের গবেষণাগারে তৈরি একটি অ্যান্টি-ভাইরাস ওষুধের কার্যকারিতা ক্লিনিকালি প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন চিনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের মুখপাত্র জিয়াং জিনমিন। ওষুধটির নাম ফ্যাভিপিরাভির(Favipiravir), যা করোনার উৎস স্থল চীনের উহান শহরে ৩৪০ জন রোগীর উপর প্রয়োগ করায় ব্যাপক সাড়া মিলেছে।