ভারতীয় ক্রিকেটার জসপ্রিত বুমরাহকে নিয়ে দুশ্চিন্তা আরও বাড়লো বিসিসিআইয়ের। চলতি বছর দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ খেলবে ভারতীয় দল। পাশাপাশি এশিয়া কাপের মতো মেগা টুর্নামেন্ট রয়েছে ভারতের সামনে। অথচ ভারতের তারকা বোলার জসপ্রিত বুমরাহর শারীরিক অবস্থার উন্নতির নাম নেই। যার ফলে দুশ্চিন্তায় পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
ভারতীয় ক্রিকেট বোর্ডের পাশাপাশি দুশ্চিন্তার অন্ত নেই আইপিএলের সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরের। কারণ আগামী ৩১ শে মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের মেগা টুর্নামেন্ট। পিঠে গভীর চোটের কারণে সেই মেগা টুর্নামেন্ট মিস করবেন জসপ্রিত বুমরাহ বলে জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে। আপনাদের জানিয়ে রাখি, বিগত বেশ কয়েক মাস ধরে পিঠে গভীর চোটের সঙ্গে লড়াই করছেন ভারতীয় এই ক্রিকেটার।
ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিমে তরফ থেকে জসপ্রিত বুমরাহকে পরামর্শ দেওয়া হয়েছে পিঠে অস্ত্রপচার করার জন্য। শোনা যাচ্ছে নিউজিল্যান্ডের অস্থি ও শল্য চিকিৎসক রোয়ান সাউটনের অধীনে বুমরার অস্ত্রোপচার সম্পন্ন হবে। আর এই উদ্দেশ্যে তিনি খুব শীঘ্রই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করবেন। ইতিপূর্বে জোফরা আর্চার, শেন বন্ডের মত তারকা ক্রিকেটারদের চিকিৎসা করেছেন রোয়ান সাউটন। চিকিৎসকরা প্রাথমিক ভাবে মনে করছে, অস্ত্রোপচারের পর বুমরাহর মাঠে ফিরতে ২০-২৪ সপ্তাহ সময় লাগবে।
এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ সরাসরি জানিয়েছেন, জসপ্রিত বুমরাহকে নিয়ে কোনরকম পরীক্ষা-নীরিক্ষা করতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড। সুস্থ হয়ে তবেই জাতীয় খেলায় প্রত্যাবর্তন করবেন তিনি। তবে সম্পূর্ণ সুস্থ হয়ে কবে জাতীয় খেলা প্রত্যাবর্তন করবেন তিনি, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। মেডিকেল টিমের সদস্যরা মনে করছেন, বিশ্বকাপের আগে সম্পূর্ণ সুস্থ হয়ে দলে প্রত্যাবর্তন করবেন ভারতের এই তারকা ক্রিকেটার।