কলকাতায় এলেন ‘ধন্যি মেয়ে’ জয়া বচ্চন, শঙ্খধ্বনি-উলুধ্বনিতে বরণ করে নিল তৃণমূল

তৃণমূলের হয়ে ভোট প্রচার করার জন্য এবারে কলকাতায় পা রাখলেন অমিতাভ বচ্চনের পত্নী জয়া বচ্চন। সন্ধ্যে ৭টা নাগাদ দমদম বিমানবন্দরে তিনি অবতীর্ণ হলেন স্পেশাল ফ্লাইটে করে।দমদম বিমানবন্দরে বাংলার মেয়ে জয়া…

Avatar

By

তৃণমূলের হয়ে ভোট প্রচার করার জন্য এবারে কলকাতায় পা রাখলেন অমিতাভ বচ্চনের পত্নী জয়া বচ্চন। সন্ধ্যে ৭টা নাগাদ দমদম বিমানবন্দরে তিনি অবতীর্ণ হলেন স্পেশাল ফ্লাইটে করে।দমদম বিমানবন্দরে বাংলার মেয়ে জয়া বচ্চন কে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন তৃণমূলের পক্ষ থেকে বেশ কয়েকজন নেতা মন্ত্রী। ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

শঙ্খধ্বনি এবং উলুধ্বনির মাধ্যমে জয়া বচ্চনকে এদিন স্বাগত জানানো হয় কলকাতা বিমানবন্দরে। এছাড়াও ছিল বাংলা নিজের মেয়েকে চায় এর নজরকাড়া আয়োজন। একযোগে তৃণমূলের নেতা নেত্রীরা বরণ করে নিলেন জয়া বচ্চনকে। আপাতত তিনি কলকাতায় একটি হোটেলে উঠেছেন। আগামীকাল থেকে তৃণমূলের হয়ে তিনি বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করতে চলেছেন।

তৃণমূল সূত্রের খবর আগামীকাল তৃণমূল ভবনে তিনি দুপুর ৩ টে নাগাদ একটি প্রেস কনফারেন্স করতে চলেছেন। তারপর করবেন টালিগঞ্জের টলিপাড়ায় একটি রোড শো। বিজেপি বিরোধী প্রচার করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করতে নামছেন জয়া বচ্চন। আর এবারে তাকে তৃণমূলের তরফ থেকে বাংলার মেয়ে হিসেবে সামনে রাখা হচ্ছে।

আগামী ৩-৪ দিন পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন জয়া বচ্চন। রাজনৈতিক মহলের ধারণা, ভারতীয় জনতা পার্টি সেখানে বাংলার ছেলে হিসেবে মিঠুন চক্রবর্তী কে সামনে রাখছে, এরকম ভাবেই তৃণমূলের তরফ থেকে বাংলার মেয়ে হিসেবে গলা ফাটাবেন জয়া বচ্চন।