করিমপুরের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে রাস্তায় ফেলে হেনস্থা, লাথি মেরে ফেলে দেওয়া হল জঙ্গলে

Advertisement

Advertisement

আজ গৃহীত হচ্ছে রাজ্যের তিন কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের ভোট গ্রহণ। আর ভোট গ্রহণকে কেন্দ্র করে সকাল থেকেই দফায় দফায় আক্রান্ত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। উপনির্বাচন ঘিরে করিমপুরে আক্রান্ত হয়েছেন বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার। এদিন সকালে করিমপুরে বিভিন্ন এলাকা পরিদর্শনে গেলে তাকে ঘিরে গো-ব্যাক স্লোগান দেয় তৃণমূলের কর্মীরা। ঘিয়াঘাট এলাকায় তাকে ঠেলে জঙ্গলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন জয়প্রকাশ বাবু।

Advertisement

এদিন সকাল থেকেই করিমপুরে বিভিন্ন বুথে ভোটগ্রহণ পর্ব দেখতে যান বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার। তখনই একটি এলাকায় তাকে ঢুকতে বাধা দেওয়া হয়। গো-ব্যাক স্লোগান দেওয়া হয় তার নামে। এরপর বেলা এগারোটা নাগাদ করিমপুরের ঘিয়াঘাট এলাকায় গেলে তৃণমূল কর্মীদের আক্রমণের মুখে পড়েন তিনি। রাস্তায় ফেলে তাকে বেধড়ক কিল চড় লাথি মারা হয়। তাকে ফেলে দেওয়া হয় পাশের জঙ্গলে।

Advertisement

ঘটনার কিছুক্ষনের মধ্যেই কেন্দ্রীয় বাহিনী সেখানে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে সাংবাদিকদের জয়প্রকাশবাবু বলেন, ‘প্ৰথমে আমাকে বাধা দিয়ে কাজ না হওয়ায় সরাসরি হেনস্থা করা হয়েছে। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাবো আমি। তৃণমূল চায় এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে।’ প্রসঙ্গত এদিন সকাল থেকেই বিভিন্ন বুথের বাইরে দেখা গেছে করিমপুরের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে।

Advertisement