করোনার দাপটে ফের স্থগিত JEE Mains পরীক্ষা, টুইট করে জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

গত বছরের মার্চ মাস থেকে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রভাবে অতিষ্ঠ হয়ে গিয়েছে গোটা বিশ্ববাসী। চলতি বছরের শুরুতে ভারতে এই প্যানডেমিকের প্রভাব কিছুটা কমলেও চলতি মাসের শুরু থেকে ফের পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমনের সংখ্যা। দৈনিক সংক্রমণ ইতিমধ্যেই ২ লাখ ৩৪ হাজারের গণ্ডি ছুঁয়েছে যা ভারতের সর্বকালের রেকর্ড সংখ্যক আক্রান্ত। গোটা দেশে অ্যাক্টিভ কেস সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসা পরিষেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। দিল্লিতে ইতিমধ্যেই অক্সিজেন সরবরাহে ঘাটতি দেখা গেছে। এছাড়া প্রত্যেকটি রাজ্যে নয়া গাইডলাইন প্রকাশ করছে যেখানে তারা সরকারি অফিস, বেসরকারি অফিস, মল, রেস্তোরাঁ ইত্যাদি সব বন্ধ করে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে করোনার ভয়াবহতার কথা মাথায় রেখে স্থগিত হয়ে গেল সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বা জেইই মেইন।

আগামী ২৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বা জেইই মেইন পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু আপাতত এই পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। আজ অর্থাৎ রবিবার সকালে তিনি ট্যুইট করে জানিয়েছেন, “বর্তমানে করোনা ভাইরাসের ভয়াবহতার কথা বিচার করে আমি ন্যাশানাল টেস্টিং এজেন্সিকে জেইই মেইন ২০২১ সেশন এর পরীক্ষা স্থগিত রাখার পরামর্শ দিয়েছি। পড়ুয়াদের সুরক্ষা ও তাদের শিক্ষাগত ক্যারিয়ারের ওপর সবথেকে বেশি গুরুত্ব দেয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।”

এরপরই ন্যাশনাল টেস্টিং এজেন্সি তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই জেইই মেইন পরীক্ষার প্রথম দফা ও দ্বিতীয় দফার পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রথম দফার পরীক্ষায় উপস্থিত ছিলেন ৬ লাখ ২০ হাজার ১৭৮ জন। দ্বিতীয় দফার পরীক্ষায় ছিলেন ৫ লাখ ৫৬ হাজার ২৪৮ জন। এরপর তৃতীয় ধাপের পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে সেই পরীক্ষা এখন আপাতত স্থগিত করা হয়েছে। কোভিড পরিস্থিতির বর্তমান ভয়াবহতা বিচার করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাকি দুই দফার পরীক্ষার নির্ঘণ্ট ও পরে ঘোষণা করে দেওয়া হবে। কমপক্ষে পরীক্ষার ১৫ দিন আগে ঘোষণা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।