দেশনিউজ

পাঁচ দফায় ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন, দিন ঘোষণা নির্বাচন কমিশনের

Advertisement

ঝাড়খণ্ড : পশ্চিমবঙ্গে বিধানসভা উপনির্বাচনের আবহেই পড়শি রাজ্যে বেজে উঠলো ভোট যুদ্ধের দামামা। ভারতের নির্বাচন কমিশন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার সাথে সাথে শুরু হয়ে গেল রাজনৈতিক তৎপরতা। এবারের ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন হবে পাঁচ দফায়। নভেম্বরের শেষে শুরু হবে নির্বাচন প্রক্রিয়া। শেষ হবে ডিসেম্বরের শেষে। প্রায় এক মাস ধরে চলবে এই নির্বাচন প্রক্রিয়া।

মাওবাদীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ঝাড়খণ্ডে নির্বাচন চলাকালীন যে কোন ধরনের নাশকতা আটকাতে বেশি দফায় ভোট গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। পাঁচ দফায় ভোট গ্রহণের এই প্রক্রিয়া শুরু হবে ৩০ শে নভেম্বর, দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ৭ ই ডিসেম্বর, তৃতীয় দফায় ১২ ই ডিসেম্বর, চতুর্থ দফায় ১৬ ডিসেম্বর ও পঞ্চম দফায় ভোটগ্রহণ হবে ২০ ডিসেম্বর। পাঁচ দফার ভোটগ্রহণ পর্ব শেষ হলে ফলাফল ঘোষণা করা হবে ২৩ শে ডিসেম্বর।

Related Articles

Back to top button