বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি বিশাখা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।
সম্প্রতি নিজের যে ভিডিওর সূত্র ধরে চর্চায় রয়েছেন বিশাখা, সেটি এক মাস আগে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘বিশাখা অফিশিয়াল’ থেকে শেয়ার করে নিয়েছিলেন তিনি নিজেই। এই এক মাসের মধ্যেই বিশাখার নাচের এই ভিডিওটি পৌঁছে গিয়েছে প্রায় দেড় লাখ মানুষের কাছে। ভিডিওতে জিৎ-কোয়েল অভিনীত ‘মানিক’ ছবির জনপ্রিয় গান ‘ঝুমুর ঝুমুর নুপুর বাজে’এর তাহলেই নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে বিশাখাকে। লাল ও নীলের একটি ঘাঘড়া-চোলিতে দেখা মিলেছিল তার। খোলা আকাশের নীচে সবুজের মাঝে, নদীর ধারে নিজের এই নাচের ভিডিওটি বানিয়েছেন বিশাখা। অবশ্য, একথা গোটা ভিডিওটি দেখলেই স্পষ্ট হবে সকলের কাছে।
বিশাখা প্রায়ই নিজের নাচের ভিডিওর সূত্র ধরে চর্চায় থাকেন। সোশ্যাল মিডিয়ার পাতায় তার অনুরাগীর সংখ্যাও চোখে পড়ার মতো। এক মাস আগে শেয়ার হওয়া বিশাখার নাচের এই ভিডিওটি প্রশংসিত হয়েছে তার অনুরাগীদের মাঝেও। প্রতিবারের মতো এবারও নিজের নাচের মাধ্যমে সকলের মন জয় করে নিয়েছেন বিশাখা।
Sydney Sweeney addressed her public perception in a new interview with Variety, responding directly to…
Kaitlin Olson, best known for her long-running role as Dee Reynolds on It’s Always Sunny…
Netflix has officially announced that “One Piece” Season 2 will debut on March 10, 2026,…
The mother of late TV presenter Caroline Flack has opened up about her “biggest regret”…
Shania Twain has finally addressed a decades-old question about one of her most iconic song…
Director Judd Apatow is revisiting one of his biggest Hollywood heartbreaks — a television pilot…