Categories: ডিফেন্স

লাইন অফ কন্ট্রোলে সেনাবাহিনীর ক্রিসমাস উদযাপন, ভাইরাল ‘জিংগল বেলস’ গাওয়া ভিডিও

Advertisement

Advertisement

চারিদিকে বরফ, তাপমাত্রা শুন্যের কাছাকাছি, লাইন অফ কন্ট্রোলে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের সম্ভাবনা, এসবের মাঝেও ভারতীয় সৈন্যদের ক্রিসমাস উদযাপনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এলওসি বরাবর একটি লোকেশনে বরফের মাঝে ৫০ থেকে ৬০ জনের একটি সৈন্যদলকে আনন্দের সাথে জনপ্রিয় ক্রিসমাস ক্যারোল, জিংগল বেলস গাইতে দেখা যাচ্ছে ভিডিওটিতে।

Advertisement

ভিডিওটিতে দেখা যাচ্ছে এই প্রতিভাশালী গায়কদলটি স্নো পার্কাস এবং বুটে সজ্জিত হয়ে হাততালি দিয়ে আনন্দ করতে। ১৩০ সেকেন্ডের ভিডিওটিতে থাকা সৈন্যরা আসাম রেজিমেন্টের। ভিডিও ফুটেজে বরফের উপর থাকা রাইনো সেনাবাহিনীর আসাম রেজিমেন্টের প্রতীক যা ভারতের উত্তর-পূর্বাঞ্চল থেকে সেনা নিয়ে আসে।

Advertisement

আরও পড়ুন : ভারতীয় সেনাবাহিনীতে নতুন পদ, আমেরিকার মতো ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ পেল ভারত

Advertisement

ক্লিপটিতে ক্রিসমাসের টুপি পরে দুজন তুষারমানুষও উপস্থিত আছে। গানটি পরিচালনার দায়িত্বে থাকা সৈনিক সান্তা ক্লজ গিয়ারে সজ্জিত হয়ে পরিচালনা করছে গানটি। ক্যারল গাওয়া বাকি সৈন্যরা একটি তুষারবিহীন হেলিপ্যাডে দাঁড়িয়ে গাইছে।

প্রসঙ্গত গত সপ্তাহে, সেনাবাহিনী প্রধান বিপিন রাওয়াত বলেছিলেন, এলওসি বরাবর পরিস্থিতি যে কোনও মুহূর্তে খারাপ হতে পারে এবং ভারতকে প্রস্তুত থাকতে হবে। গত ৫ই আগস্ট জম্মু কাশ্মীরের উপর থেকে বিশেষ মর্যাদাকে প্রত্যাহার করার পর থেকেই এলওসি বরাবর পাকিস্তান সেনাবাহিনী একাধিক বার যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে।

Tags: defence