টেক বার্তা

Jio: ৯৮ দিনের জিওর ‘সস্তা’ রিচার্জ প্ল্যান, অনেক কিছু পাওয়া যাচ্ছে বিনামূল্যে

রিলায়েন্স জিওর রয়েছে একটি সস্তা রিচার্জ প্ল্যান, যাতে ব্যবহারকারীরা আনলিমিটেড 5G ডেটার সুবিধা পাবেন। রিলায়েন্স জিও-র এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ৯৮ দিনের।

Advertisement

এজিএম ২০২৪-এ জিও ব্যবহারকারীদের জন্য বেশ কয়েকটি বড় ঘোষণা করা হয়েছিল। গত মাসে জিও তাদের অনেক প্রিপেইড রিচার্জ প্ল্যান সংশোধন করেছে। রিলায়েন্স জিওর রয়েছে একটি সস্তা রিচার্জ প্ল্যান, যাতে ব্যবহারকারীরা আনলিমিটেড 5G ডেটার সুবিধা পাবেন। রিলায়েন্স জিও-র এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ৯৮ দিনের।

৯৮ দিনের রিচার্জ প্ল্যান ভ্যালিডিটি

রিলায়েন্স জিও-র এই রিচার্জ প্ল্যানের দাম ৯৯৯ টাকা। এই প্রিপেইড প্ল্যানে ব্যবহারকারীরা দৈনিক ২ জিবি ডেটার সুবিধা পান। এর পাশাপাশি ব্যবহারকারীদের আনলিমিটেড 5G ডেটার সুবিধাও দেওয়া হবে। তবে ব্যবহারকারীদের অবশ্যই একটি 5G সাপোর্টেড স্মার্টফোন থাকতে হবে। এছাড়া ব্যবহারকারীদের থাকতে হবে 5G নেটওয়ার্ক কানেকশন। এ ছাড়া এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাওয়া যাবে।

আরও অনেক সুবিধা

জিওর এই সস্তা প্ল্যানে উপলব্ধ অন্যান্য সুবিধার মধ্যে ব্যবহারকারীরা প্রতিদিন ১০০ টি ফ্রি এসএমএসের পাবেন। এছাড়াও সারা দেশে থাকছে ফ্রি ন্যাশনাল রোমিং। রিলায়েন্স জিও এই প্ল্যানে জিও ক্লাউড, জিও সিনেমা এবং জিও টিভির সুবিধা দেয়।

Jio 98 Days validity Recharge Plan

Jio AI Cloud

সম্প্রতি অনুষ্ঠিত রিলায়েন্স এজিএম ২০২৪-এ, জিও এআই ক্লাউড পরিষেবা ঘোষণা করেছে। যেখানে ব্যবহারকারীদের বিনামূল্যে ১০০ জিবি ক্লাউড স্টোরেজ দেওয়া হচ্ছে। ব্যবহারকারীরা তাদের ছবি, ভিডিও, ডকুমেন্ট ইত্যাদি জিওর এআই ক্লাউড স্টোরেজে সংরক্ষণ করতে পারবেন। ক্লাউড স্টোরেজে মজুত ডিজিটাল কনটেন্ট থাকবে সম্পূর্ণ নিরাপদ, দাবি কোম্পানির। দীপাবলি উপলক্ষে চালু হবে জিও এআই ক্লাউড পরিষেবা। ওয়েলকাম অফারের আওতায় জিও ব্যবহারকারীরা বিনামূল্যে ১০০ জিবি ক্লাউড স্টোরেজ পাবেন।

15GB ক্লাউড স্টোরেজ

গুগল তার ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ১৫ গিগাবাইট ক্লাউড স্টোরেজ সরবরাহ করে। এরপর গুগলের ক্লাউড সেবায় ১০০ জিবি পর্যন্ত ক্লাউড স্টোরেজের জন্য প্রতি মাসে ১৩০ টাকা খরচ করতে হবে ইউজারদের। একই সঙ্গে মাইক্রোসফট বা অন্যান্য ক্লাউড স্টোরেজ পরিষেবা প্রদানকারী কোম্পানিগুলোও প্রতি মাসে ব্যবহারকারীদের কাছ থেকে চার্জ নেয়।

Related Articles

Back to top button