একাধিক টেলিকম সংস্থাগুলির মধ্যে গ্রাহকদের মন জয় করার ক্ষেত্রে সবথেকে এগিয়ে রয়েছে রিলায়েন্স জিও (Reliance Jio)। যত দিন যাচ্ছে স্মার্টফোনের উপরে মানুষের নির্ভরতা ততই বাড়ছে। এখন প্রায় সব কাজেই ইন্টারনেট প্রয়োজন হয়। তাই চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে রিচার্জ প্ল্যান গুলির দামও বাড়াচ্ছে বিভিন্ন টেলিকম সংস্থা গুলি। কিন্তু তুলনামূলক কম দামে গ্রাহকদের নানান লাভজনক রিচার্জ প্ল্যান অফার করার জন্য মুকেশ অম্বানির সংস্থা এগিয়ে রয়েছে এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, বিএসএনএল এর মতো টেলিকম সংস্থাগুলির থেকে। গোটা দেশে প্রচুর গ্রাহক রয়েছে জিওর। আর এই গ্রাহকদের ধরে রাখার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন প্ল্যান নিয়ে আসে জিও।
স্বল্প মেয়াদী থেকে দীর্ঘ মেয়াদী, কম দামের থেকে একটু বেশি দামের প্ল্যানও রয়েছে জিওর। জিওর ৩৯৫ টাকা দামের রিচার্জ প্ল্যানটি নিয়ে আলোচনা করা হল এই প্রতিবেদনে। ৮৪ দিনের এই প্ল্যানটিতে পাওয়া যাবে ৬ জিবি হাইস্পিড ডেটা। ডেটা শেষ হয়ে যাওয়ার পর স্পিড কমে হবে ৬৪ কেবিপিএস। সঙ্গে পাওয়া যাবে আনলিমিটেড কলিং এর সুবিধা এবং দৈনিক ১০০ টি এসএমএস। জিও টিভি, জিও সিনেমার সাবস্ক্রিপশনও পাওয়া যাবে এই প্ল্যানে।
এয়ারটেলের ৮৪ দিনের ভ্যালিডিটি যুক্ত প্ল্যানের দাম ৪৫৫ টাকা। আনলিমিটেড ভয়েস কলিং এর সঙ্গে বিনামূল্যে ন্যাশনাল রোমিং এর সুবিধাও দিচ্ছে এই রিচার্জ প্ল্যানটি। এছাড়াও এই প্ল্যানে পাওয়া যাবে ৯০০ টি এসএমএস এবং ৬ জিবি ডেটা। তবে এই ডেটা ব্যবহারের জন্য কোনো নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দেওয়া হয়নি।
প্রসঙ্গত, বিভিন্ন মানের এবং বিভিন্ন সুবিধা যুক্ত এই রিচার্জ প্ল্যানগুলির জন্যই রিলায়েন্স জিওর জনপ্রিয়তা গ্রাহকদের মধ্যে বেশি। বর্তমানে বহু মানুষ ৪জি ছেড়ে ৫জি ডেটার দিকে ঝুঁকছে। জিও নিজের গ্রাহকদের বিনামূল্যে দিচ্ছে ৫জি ডেটা। অন্যান্য সংস্থাগুলিও ৫জি ডেটা দিলেও জিও জনপ্রিয়তায় উপরে উঠে আসছে।