রিলায়েন্স জিওর কর্ণধার মুকেশ আম্বানি জিওর তৃতীয় গ্রাহকদের জন্য আকর্ষণীয় ‘রিলায়েন্স জিও ফাইবার’ পরিষেবা চালুর কথা ঘোষণা করেছিলেন’। জিও ফাইবারের আনুষ্ঠানিকভাবে ভারতের বাজারে আত্মপ্রকাশ ঘটবে আগামী ৫ ই সেপ্টেম্বর। এছাড়া আম্বানি জানিয়েছিলেন, ‘জিও ফাইবারের মাধ্যমে মাত্র ৭০০ টাকার বিনিময়েই ঘরে ঘরে পৌঁছে যাবে কেবল, ফোন এবং ইন্টারনেট পরিষেবা’। কিছুদিন আগেই প্রকাশে এল সেট- টপ বক্সের লুক। নীল রঙের বক্সটির উপরের প্যানেলে থাকছে একটি জিও স্টিকার। এছাড়া থাকছে বিশাল সব চমক। এছাড়া দেখা যাবে ভয়েস-এনেবেলড রিমোট কন্ট্রোলও৷ অর্থাৎ গলার স্বরেই রিমোট বুঝে যাবে আপনি কী দেখতে চাইছেন৷ সূত্রের খবর, জিও ফিবের টাটা স্কাইয়ের মত অফার দেবে। এছাড়া সংস্থা সিদ্ধান্ত নিয়েছে বাছাই করা পুরনো জিও গ্রাহকদের প্রথম দু’মাস বিনামূল্যে জিও ফাইবার পরিষেবা প্রদানের।
The wait is finally over — and fans are buzzing with jaw-dropping excitement. One Piece…
The wait is finally over — and fans are buzzing with excitement. Jujutsu Kaisen Modulo…
YouTube creator Cody Detwiler, known for his viral WhistlinDiesel stunts, was arrested on Wednesday, November…
The launch of Call of Duty: Black Ops 7 has sparked a shocking wave of…
In the year the 1995 BBC miniseries and 2005 film adaptations of Pride & Prejudice…
It’s the moment pop culture fans have been waiting for — and it’s finally here.…