১২৯৯ টাকায় ফোন লঞ্চ করল Jio, দুর্দান্ত ডিজাইন এবং ফির্চাস দেখলে অবাক হবেন
Jio JioBharat B1 নামের এই কিপ্যাড ফোনে আপনি ২.৪ ইঞ্চির ডিসপ্লে দেখতে পাবেন।
বিগত কয়েক বছর ধরে টেলিকমিউনিকেশন সেক্টরে একাই ভারতের বাজারে সফলভাবে ব্যবসা করে চলেছে রিলায়েন্স জিও। বিশেষ করে স্বল্পমূল্যে ইন্টারনেট পরিষেবা থেকে শুরু করে আনলিমিটেড ভয়েস কলিং ফেসিলিটি, কম দামে উপলব্ধ করিয়েছে মুকেশ আম্বানির এই সংস্থাটি। যার কারনে এই মুহূর্তে ভারতের প্রায় ৪০ কোটির বেশি মানুষ সরাসরি রিলায়েন্স নেটওয়ার্কিং পরিষেবার সাথে সংযুক্ত হয়েছে।
এই নিবন্ধে আমরা আপনাদের বলে রাখি, দুর্দান্ত নেটওয়ার্ক সিস্টেমের পর এবার কম দামে গ্রাহকদের হাতে স্মার্টফোন তুলে দেওয়ার কার্যক্রম শুরু করেছে রিলায়েন্স জিও। নিজেদের ব্যবসা প্রসারিত করার উদ্দেশ্যে Jio JioBharat B1 নামের 4G ফোন লঞ্চ করেছে সংস্থাটি। কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, Jio phone-এর উত্তরসূরী হিসেবে ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে Jio JioBharat B1।
কি কি বৈশিষ্ট্য থাকছে এই ফোনে?
Jio JioBharat B1 নামের এই কিপ্যাড ফোনে আপনি ২.৪ ইঞ্চির ডিসপ্লে দেখতে পাবেন। 4G এই ফোনে ২০০০ এমএএইস-এর বৃহৎ ব্যাটারী প্যাক ব্যবহার করা হয়েছে। ফোনটির ডিজাইনের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দিয়েছে সংস্থাটি। ম্যাট ফিনিশ ব্যাক প্যানেল ফোনটিকে আরামদায়ক করে তুলেছে। অন্যদিকে, চকচকে ক্যামেরা মডিউল এটিকে একটি আকর্ষণীয় চেহারা প্রদান করেছে।
ফোনের দাম কেমন হবে?
JioCinema, JioSaavn এবং JioPay (UPI)-এর মতো অ্যাপ সমর্থন করতে পারা শক্তিশালী এই ফোনের দামের কথা বলি, তবে Amazon বা অফিসিয়াল Jio আউটলেট থেকে মাত্র ১২৯৯ টাকায় কিনতে পারবেন আপনি। যার মাসিক রিচার্জ মাত্র ১২৩ টাকা।