টেলিকম পরিষেবা জগতে শীর্ষে থাকা রিলায়েন্স জিও গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত চমক নিয়ে এসেছে। এই সংস্থাটি ভারতে তার প্রিপেইড পরিকল্পনাগুলির সংস্করণ করেছে। গত বছর বন্ধ হয়ে যাওয়া এই 4,999 টাকার প্ল্যানটি আবার চালু করেছে তারা। নতুন প্ল্যানটিতে বৈধতা থাকবে 360 দিন।
আসুন এই প্ল্যানটির সম্পুর্ন সুবিধা সম্পর্কে জেনে নিই
প্রতিদিন 1 জিবি ডেটা + 100 এসএমএস + জিও থেকে জিও আনলিমিটেড কল + 12000 মিনিট ননজিও কল + জিও অ্যাপ্লিকেশন সাবস্ক্রিপশন। ডেটা শেষ হয়ে গেলে স্পীড কমিয়ে 60kbps করে দেওয়া হবে।
আরও পড়ুন : গ্রাহকদের জন্য খারাপ খবর, ফের ইন্টারনেট ডেটায় দাম বাড়াতে চলেছে Jio
তবে শুধু এই প্ল্যানটিই নয়, জিও কর্তৃপক্ষ দীর্ঘ মেয়াদি আরও কয়েকটি প্ল্যান এনেছে। যেগুলি হল
2121 টাকাঃ প্রতিদিন 1.5 জিবি ডেটা + জিও থেকে জিও আনলিমিটেড কল + 100 এসএমএস + 12000 মিনিট ননজিও কল + জিও অ্যাপ্লিকেশন সাবস্ক্রিপশন। বৈধতা 336 দিন।
1299 টাকাঃ মোট 24 জিবি ডেটা + 3600 এসএমএস + জিও থেকে জিও আনলিমিটেড কল + 12000 মিনিট ননজিও কল + জিও অ্যাপ্লিকেশন সাবস্ক্রিপশন। বৈধতা 336 দিন।