শীঘ্রই ভারতে নতুন ফিচার ফোন লঞ্চ করবে জিও, দেখে নিন স্পেসিফিকেশন বিস্তারিতভাবে
জিও কোম্পানিটি তাদের জিও ভারত প্লাটফর্মে আরও একটি নতুন স্মার্টফোন যুক্ত করতে চলেছে
ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও সম্প্রতি যুক্ত করতে চলেছে কিছু নতুন ডিভাইস। কোম্পানির লক্ষ্য হলো ভারতকে টুজি মুক্ত করা। সেই কারণেই জিও ফোরজি সমর্থন করে এরকম কিছু ফিচার ফোন লঞ্চ করেছিল বেশ কয়েক বছর আগে। এবারে ২০২৩ সালে জিও তাদের জিও ভারত প্ল্যাটফর্মের ঘোষণা করেছে। এই প্লাটফর্মের অধীনে, জিও কম্পানিটি কিছু মূল সরঞ্জাম প্রস্তুতকারকদের সাথে অংশীদার হয়ে ১০০০ টাকা মূল্যের কাছাকাছি দামে ফোরজি ক্ষমতা সহ ফিচার ফোন লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই আমাজনে একটি নতুন ফোন লঞ্চ করেছে জিও। এই ফোনের নাম দেওয়া হয়েছে জিও ভারত B1। এই মুহূর্তে এই ফিচার ফোনের দাম হল মাত্র ১ হাজার ২৯৯ টাকা।
JIO ৯১ মোবাইলের একটি রিপোর্ট অনুযায়ী, জিও ভারত প্ল্যাটফর্মের অধীনে খুব শীঘ্রই একটা নতুন ফিচার ফোন লঞ্চ করতে চলেছে এই কোম্পানিটি। যদিও কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে নতুন ফোনটির অস্তিত্ব এখনো পর্যন্ত নিশ্চিত করেনি। তবে এটি একটি সার্টিফিকেসন সাইটে দেখা গিয়েছে। নতুন এই ডিভাইসের নাম দেওয়া হয়েছে জিও ভারত B2।
জিও তাদের ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য অত্যন্ত সাশ্রয়ী মূল্যে ফোরজি সংযোগ, ইউপিআই পেমেন্ট ক্ষমতা এবং জিও সিনেমার মাধ্যমে অনলাইনে বেশ কিছু জিনিস দেখার জন্য অনেক নতুন প্ল্যান নিয়ে আসছে। তাই নতুন স্মার্টফোনটির থেকেও আমরা বেশ অনেক কিছু ফিচার আশা করতে পারি। ডিভাইসটি ইতিমধ্যেই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসে আমরা দেখতে পেয়েছি। ফিচার ফোন সম্পর্কে অন্যান্য তথ্য এখনো না পাওয়া গেলেও খুব সম্ভবত আগামী দু মাসের মধ্যে এই ফিচার ফোন লঞ্চ হয়ে যাবে। এই ফিচার ফোনে আপনারা ২০০০ মিলি এম্পিয়ার ক্ষমতার ব্যাটারি পেয়ে যাবেন এবং তার সাথেই পেয়ে যাবেন একটি ডিজিটাল ক্যামেরা।