২০১৬ সালে প্রথম বারে জন্য টেলিকম জগতে পা রাখা পরে বহু পরিবর্তন এনেছে টেলিকম জায়েন্ট Jio। খুব কম খরচে এখন গ্রাহককে তারা প্রদান করে থাকেন বহু নতুন ধরণের প্ল্যান। এই প্ল্যানে গ্রাহক পেয়ে থাকেন বহু ডেটা এবং আনলিমিটেড কলিং এর সুবিধা। সাথে রয়েছে দৈনিক ফ্রি এসএমএসের সুবিধাও। তবে এই সমস্ত প্ল্যনের মধ্যে অন্যতম হল Jio এর ৫৫৫ টাকার প্ল্যান। চলুন জানা যাক এই প্ল্যনটি সম্পর্কে,
Jio এর ৫৫৫ টাকার প্ল্যান
Reliance Jio এর এই প্ল্যানে গ্রাহককে দেওয়া হয় ৮৪ দিনের ভ্যালিডিটি। সাথে রয়েছে প্রতিদিনের ১.৫ জিবি করে ডেটা। অন্যদিকে গ্রাহক সব মিলিয়ে পান ১২৬ জিবি ডেটা। ডেটা শেষ হয়ে গেলে স্পিড কমিয়ে দেওয়া হয় কোম্পানির পক্ষ থেকে। তবে এই প্ল্যানে গ্রাহককে দেওয়া হয় ৪.৪০ টাকায় এক জিবি ডেটা। তা শেষ হল গ্রাহকের ইন্টারনেট স্পিড কমিয়ে দেওয়া হয় ৬৪ kbps এ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে এখানেই শেষ নয়। এই প্রি পেইড প্ল্যানে গ্রাহক দেশের যে কোনও স্থানে লোকাল এবং এসটিডি ভয়েজ কল বিনামূল্যে করার সুযোগ পেয়ে থাকেন। সাথে রয়েছে দৈনিক ১০০ টি ফ্রি এসএমএসের সুবিধাও। এছাড়া জিও অ্যাপগুলির ফ্রি সাবস্ক্রিপশন তো আছেই।