ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

শীঘ্রই JioPhone এ চালু হয়ে যাবে ডুয়াল সিমের পরিষেবা, নেটের চিন্তা না করেই চালাতে পারবেন ইউটিউব, ফেসবুক, ভিডিও কল

আপনি যদি JioPhone ব্যবহার করতে চান তাহলে এই নতুন ফোন আপনার মন জয় করবে

Advertisement

Reliance Jio শীঘ্রই একটি নতুন ফিচার ফোন লঞ্চ করতে চলেছে। Jio-এর নতুন ফিচার ফোন এখন BIS সার্টিফিকেশনে দেখা গেছে। বিশেষ বিষয় হল, ফোনটি ডুয়াল সিম সহ আসতে চলেছে। BIS সার্টিফিকেশন কোনরকম স্পেসিফিকেশন জানায় না, তবে নিশ্চিত করা হয়েছে যে ফোনটি খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। JioPhone হল কোম্পানির ফিচার ফোন লাইনআপ যার লক্ষ্য হল সাম্প্রতিক নেটওয়ার্ক সংযোগ এবং বৈশিষ্ট্যগুলি একেবারে সাশ্রয়ী দামে প্রদান করা। ফোনটির দাম হবে সাশ্রয়ী মূল্যের সেগমেন্টে। চলুন তাহলে এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

শীঘ্রই JioPhone সিরিজের একটি নতুন মডেল আসতে পারে

সম্প্রতি BIS সার্টিফিকেশনের এর তালিকায় একটি নতুন মডেল নম্বর লিস্ট হয়েছে যেটা হলো JFP1AE-DS। DS এর অর্থ হলো ডুয়াল সিম। অর্থাৎ ডুয়েল সিম দিয়ে এই ফোন আসতে চলেছে। যদিও সার্টিফিকেশন ইমেজ মার্কেটিং নাম প্রকাশ করেনি, তবে মনে করা হচ্ছে জিও ফোন প্রাইমা ২ একটি ডুয়েল সিম ভেরিয়েন্ট নিয়ে আর কিছুদিনের মধ্যেই ভারতে লঞ্চ হতে চলেছে। এখানে আপনারা ডুয়াল সিম স্লট পেয়ে যাবেন। মনে করা হচ্ছে, এই ফোনে জিও ছাড়াও অন্যান্য কোম্পানির সিম কার্ড আপনি ব্যবহার করতে পারবেন।

JioPhone Prima 2 এর স্পেসিফিকেশন

এই নতুন ফোনে আপনারা পেয়ে যাবেন কোয়ালকম টেকনোলজিসের সহযোগিতায় তৈরি হওয়া নতুন চিপসেট। এই ফোনে আপনারা পেয়ে যাবেন একটি ২.৪ ইঞ্চি ডিসপ্লে। ফোনটিতে রয়েছে ভিডিও কলিং, GOOGLE ASSISTANT, ইউটিউব ফেসবুক জিও চ্যাট এবং JioSaavn, JioCinema, JioTV এর মত জিও বিনোদন অ্যাপের বৈশিষ্ট্য। এটি চলবে KaiOS 2.5.3 অপারেটিং সিস্টেমে। এখানে আপনারা ২৩ টি ভারতীয় ভাষার সমর্থন পেয়ে যাবেন। এর পাশাপাশি আপনি এই ফোনের মাধ্যমে জিও ইউপিআই ব্যবহার করতে পারবেন। পাশাপাশি এফএম রেডিও, এলইডি টর্চ, ৩.৫mm অডিও জ্যাক, ব্লুটুথ ৫.০ এবং ইউএসবি ২.০ রয়েছে এই নতুন ফোনে।

Related Articles

Back to top button