সলমনের ছবিতে অভিনয় করতে চলেছেন বাঙালি অভিনেতা যিশু সেনগুপ্ত

বঙ্গতনয় অভিনেতা যিশু সেনগুপ্তর মুকুটে জুড়তে চলেছে নয়া পালক।  যিশুর ঘনিষ্ঠ সূত্রের খবর, যিশু অভিনয় করতে চলেছেন সলমন খানের আপকামিং ফিল্মে। এই মুহূর্তে সলমনের বেশ কয়েকটি আপকামিং ফিল্মের শুটিং চলছে। লকডাউনের পর শুরু হয়েছে ‘রাধে’র শুটিং। এছাড়া সলমনের আরও একটি ফিল্মের শুটিং শুরু হবার কথা রয়েছে যার নাম ‘কভি ঈদ কভি দিওয়ালি’।  সম্প্রতি সলমন খানের আর একটি ফিল্ম ‘অন্তিম’-এর ফার্স্ট লুক সামনে এসেছে।

‘অন্তিম’ফিল্মটি পরিচালনা করছেন অভিনেতা-পরিচালক মহেশ মঞ্জরেকর। এই ফিল্মটি মরাঠি ফিল্ম ‘মুলশি প‍্যাটার্ন’-এর রিমেক।  ‘অন্তিম’-এ সলমনের সঙ্গে অভিনয় করছেন যিশু সেনগুপ্ত।  এই ফিল্মে তাঁর চরিত্রটি নেগেটিভ। এই ফিল্মে সলমন একজন শিখ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন। ‘অন্তিম’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে  অভিনয় করছেন সলমনের বোন অর্পিতা খানের স্বামী অভিনেতা আয়ুষ শর্মা।

গত কয়েক বছরে যিশু সেনগুপ্তর মুম্বই-যোগ যথেষ্ট পাকাপোক্ত হয়েছে।  কঙ্গনা রাণাওয়াত অভিনীত ‘মণিকর্ণিকা’য় অভিনেতা সোনু সুদকে রিপ্লেস করে মহারাজ  গঙ্গাধর রাও-এর চরিত্রে কাস্ট করা হয়েছিল যিশুকে।  এই চরিত্রে যিশুর অভিনয় দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছিল। কিছুদিন আগেই ওটিটি প্ল‍্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তিপ্রাপ্ত ‘শকুন্তলা দেবী’ ফিল্মে অভিনয় করেছেন যিশু। এছাড়া আলিয়া ভাট ও সঞ্জয় দত্ত অভিনীত ‘সড়ক-2’ এবং ভূমি পেডনেকর অভিনীত ‘দুর্গামতি’ তে যিশু সেনগুপ্তর অভিনয় ফিল্ম ক্রিটিকদের কাছে অত্যন্ত প্রশংসনীয় হয়েছে।  খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে ‘ক্রিমিনাল জাস্টিস’। এই ফিল্মে যিশু একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন। ক্রমশ বলিউড ইন্ডাস্ট্রিতে যিশুর পায়ের তলার মাটি শক্তিশালী হচ্ছে।