নির্বাচনের আগে জিতেন্দ্রকে উপহার তৃণমূলের, আজ থেকে দলের জাতীয় মুখপাত্র তিনি
জিতেন্দ্র তিওয়ারি বললেন, "আমার ওপর ভরসা রেখে নতুনভাবে আমায় যে পদ দেওয়া হয়েছে তাতে আমি খুব খুশি।"
কিছুদিন আগে জিতেন্দ্র তিওয়ারির রাজনৈতিক অবস্থান নিয়ে প্রবল জল্পনা-কল্পনা চলছিল বঙ্গ রাজনীতিতে। একদল ধরে নিয়েছিল যে এবার জিতেন্দ্র তিওয়ারি দলবদলের স্রোতে গা ভাসাবে। কিন্তু তেমনটা হয়নি। দীর্ঘদিন ধরে তৃণমূলে কোন পদ না পেয়েও দলকে ছাড়েনি সে। এবার দীর্ঘ ২ মাস পর তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদ ফিরে পেলেন আসানসোলের পুরো নিগমের প্রাক্তন মেয়র তথা পাণ্ডবেশ্বর এর বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। সে আজ অর্থাৎ মঙ্গলবার থেকে দলের জাতীয় মুখপাত্র বার ন্যাশনাল স্পোকসম্যান হিসেবে ঘোষিত হয়েছে।
নতুন পদের দায়িত্ব পেয়ে বেজায় খুশি হয়েছেন আসানসোলে তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেছেন, “আমি কৃতজ্ঞ মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীর কাছে। এতকিছুর পর আমার উপর ভরসা রেখে তিনি যে নতুন দায়িত্ব দিয়েছে তাতে আমি খুবই খুশি। আমি আবার নতুন দায়িত্ব অবশ্যই পালন করে আমার যোগ্যতাকে প্রমাণ করার চেষ্টা করব। প্রতিপক্ষ যারা থাকেন তারা নানা ধরনের মিথ্যা অভিযোগ নানা ভাবে তুলে ধরে জল্পনা-কল্পনা সৃষ্টি করে। এবার আমি দলের সৈনিক হয়ে সেই সমস্ত সমস্যা থেকে দলকে বাঁচিয়ে রাখবো।”
প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই বঙ্গ রাজনীতিতে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। কিছুদিন আগে মনোমালিন্যের কারণে তৃণমূল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। আর তখনই তিনি তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছেদ করতে আসানসোল পুরোনিগমের প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি পদত্যাগ করেছিলেন পুরো প্রশাসক এবং তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতির পদ থেকে। তবে সেই মনোমালিন্য ২৪ ঘন্টার মধ্যেই মিটে যায়। কিন্তু সমস্যা মিটে গিয়ে তিনি তৃণমূলে যোগদান করলেও দলবদল আবহে তাকে হয়তো বিশ্বাস করতে পারেনি ঘাসফুল শিবির। তাই দীর্ঘদিন তাকে কোনরকম পদে বসাতে রাজি হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অবশেষে জিতেন্দ্র তিওয়ারি তৃণমূলের বেশ বড় একটা দায়িত্ব পেলেন।