ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৩ এপ্রিল ২০২৩ তারিখে সকাল সাড়ে দশটায় নতুন নিয়োগ প্রাপ্তদের মধ্যে প্রায় ৭১ হাজার নিয়োগ পত্র বিতরণ করতে চলেছেন। এই অনুষ্ঠানে নিয়োগ প্রাপ্তদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন বলেও জানা গিয়েছে। নিয়োগ সৃষ্টির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার বিদেশ চলেছেন প্রধানমন্ত্রী। আর এই প্রতিশ্রুতি পূরণ করার জন্যই একটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে রোজগার মেলা। এই মেলা আরো নিয়োগ সৃষ্টির ক্ষেত্রে একটি অনুঘটকের কাজ করবে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। যুব সমাজের ক্ষমতায়ন এবং তাদের জাতীয় উন্নয়নে অংশগ্রহণের জন্য অর্থবহ সুযোগ প্রদান করবে বলে আশা করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে অধিক্ষেত্রের অধীনে রোজগার মেলা তিনটি পৃথক স্থানে আয়োজিত হবে। এই তিনটি মেলা হবে অসমের গুয়াহাটি উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং নাগাল্যান্ডের ডিমাপুরে। এই অনুষ্ঠানের অংশ হিসেবে কেন্দ্রীয় বন্দর নৌপরিবহন ও জলপথ এবং আয়ুষ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল গুয়াহাটি রেলওয়ে রং ভবন কালচারাল হলে নতুন নিয়োগপ্রাপ্ত তরুণদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন।
পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং শ্রম ও নিয়োগ মন্ত্রকের মাননীয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী রামেশ্বর তেলি ডিমাপুরের ইমলিয়াঙার মেমোরিয়াল সেন্টারে নিয়োগপত্র তুলে দেবেন। অন্যদিকে ভারত সরকারের স্বরাষ্ট্র ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের মাননীয় রাজ্য প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক শিলিগুড়িতে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন এবং নিউ জলপাইগুড়ি র রেলওয়ে অফিসার্স ক্লাবে নিয়োগ পত্র বিতরণ করবেন। এই অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বিভাগ থেকে গুয়াহাটিতে ২০৭ জন, ডিমাপুরে ২১৭ জন এবং শিলিগুড়িতে ২২৫ জন প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে।
ট্রেন ম্যানেজার, স্টেশন মাস্টার, সিনি. কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর,ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, সিনি. ড্রাফ্টসম্যান, জেই/সুপারভাইজার,অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর, শিক্ষক, লাইব্রেরিয়ান, নার্স, প্রবেশনারিঅফিসার, পিএ, এমটিএস ইত্যাদির মতো বিভিন্ন পজিশন/পোস্টে যোগদান করবেন।