Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Kolkata Police: ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করবে কলকাতা পুলিশ, এভাবে আবেদন করুন

যারা চাকরি খুঁজছেন তাদের জন্য ভালো খবর। ভালো মাইনের চাকরির সুযোগ রয়েছে এখনই। আবেদন করার সময় আর বেশি বাকি নেই। দ্রুত আবেদন করে দিন। দুশোর বেশি পদে লোক নিয়োগ করা…

Avatar

যারা চাকরি খুঁজছেন তাদের জন্য ভালো খবর। ভালো মাইনের চাকরির সুযোগ রয়েছে এখনই। আবেদন করার সময় আর বেশি বাকি নেই। দ্রুত আবেদন করে দিন। দুশোর বেশি পদে লোক নিয়োগ করা হবে। মাইনে মন্দ নয়। কলকাতা পুলিশ শুরু করেছে নিয়োগ প্রক্রিয়া। তবে পুলিশ হিসেবে চাকরি নয়। কলকাতা পুলিশ বিভাগে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে চাকরি করার সুযোগ এসেছে। আবেদন দ্রুত করতে হবে। কারণ হাতে খুব বেশি সময় নাকি নেই। মোটামুটি আবেদন করার জন্য হাতে কম বেশি বাকি আর মাত্র একদিন। তাই আর দেরি নয়, এখনই করে দিন আবেদন।

ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কলকাতা পুলিশে কর্মী নিয়োগ করা হবে। তবে জেনে রাখা ভালো যে এটা কোনো স্থায়ী চাকরি নয়। এটি মূলত অস্থায়ী চুক্তিভিত্তিক । শহর কলকাতার হিসেবে বেতন বেশ ভালই দেওয়া হবে। ডেটা এন্ট্রি অপারেটর পদে কাজের জন্য নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ১৬ হাজার টাকা বেতন দেওয়া হবে বলে জানা গিয়েছে।
কীভাবে আবেদন করবেন? আবেদন করার কাজ খুবই সহজ। কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে ক্যারিয়ার অপশন থেকে এই পদের জন্য আবেদন করা যাবে। আবেদন করার শেষ তারিখ আগামী ৪ এপ্রিল ২০২৪। তাই বুঝতেই পারছেন যে হাতে আর খুব বেশি সময় বাকি নেই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Kolkata Police: ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করবে কলকাতা পুলিশ, এভাবে আবেদন করুন

যারা আবেদন করবেন তাদের কম্পিউটারে দখল থাকা জরুরি। বাংলায় টাইপ করার অভ্যাস থাকলে আরো ভালো। তাদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। সেই সঙ্গে টাইপ করার গতি ভালো হতে হবে। কম্পিউটার কিবোর্ডে ইংরেজির জন্য মিনিটে ৩০টি শব্দ টাইপের দক্ষতা আবশ্যিক। টাইপ করার পাশাপাশি বাংলায় লেখা ও পড়ার অভ্যাস থাকলে আরো ভালো। প্রার্থীকে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীর বয়স নির্ধারণ করা হয়েছে ০১. ০৪. ১৯৮৪-তে বা তাঁর পরে জন্মাতে হবে হবে এবং প্রার্থীর জন্ম যেন কখনই ০১. ০৪. ২০০৬-এর পরে না হয়। ২২৫টি শূন্যপদে করা হবে নিয়োগ।

About Author