করোনা ভাইরাসকে কিভাবে দমন করা যায় তার জন্য গোটা বিশ্ব চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার করোনার ভ্যাকসিন তৈরিতে সামিল আছে জনসন এন্ড জনসন। জুলাই মাসের মাঝথেকে তারা গবেষণা শুরু করবে বলে জানা গেছে। ইতিমধ্যেই মার্কিন সরকারের সাথে চুক্তি করেছে জনসন এন্ড জনসন কোম্পানি। পরের বছর অর্থাৎ ২০২১ সালের মধ্যে প্রায় ১০০ কোটি ডোজের ভ্যাকসিন তৈরী করার চেষ্টা করবে এই সংস্থা।
এই সংস্থা ১০৪৫ জন মানুষের ওপরে এই ভ্যাকসিনের পরীক্ষা করবে বলে জানিয়েছে। এই মানুষজনের মধ্যে ১৮ থেকে ৫৫ বছর বয়সী এবং ৬৫ বছরের উর্ধ্বে থাকা অনেকের ওপর পরীক্ষা করা হবে। এই ভ্যাকসিনের ট্রায়াল হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামে। এর পাশাপাশি অন্য একটি মার্কিন সংস্থা ইউ এস বায়োটিক মোডরোনা করোনার ভ্যাকসিন নিয়ে অনেক দূর এগিয়েছে। ইতিমধ্যেই ৬০০ জনের ওপর কেউ সংস্থা পরীক্ষা করেছে। জুলাই মাসে এই সংস্থার শেষ ধাপের পরীক্ষা করা হবে।
শুধু এই সংস্থাগুলিই নয়, অ্যাস্ট্রা জেনেকা, স্যানোফি, পিফিজার, গ্ল্যাক্সোস্মিথক্লিনের মত ওষুধ প্রস্তুতকারক সংস্থাও করোনার ভ্যাকসিন আবিষ্কারের কাজ শুরু করেছে। বিভিন্ন স্টোরে রয়েছে এই সংস্থাগুলি। ইতিমধ্যেই ১০টি করোনা ভাইরাস ভ্যাকসিন পরীক্ষার কাজ শুরু হয়ে গিয়েছে৷ বিশেষজ্ঞরা বলছেন যে এই পরীক্ষাগুলির ফল পেতে আরও ১২ থেকে ১৮ মাস সময় লাগবে। যেভাবে মারণ ভাইরাস সংক্রমণ ছড়াচ্ছে তাতে খুব দ্রুত ভ্যাকসিন ও ওষুধ আবিষ্কার করতে না পারলে বহু মানুষের মৃত্যু হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।