নিউজরাজ্য

বিচারক খাগড়াগড় বিস্ফোরণ কান্ডে সাজা ঘোষণা করলেন!

Advertisement

রাজীব ঘোষ: বর্ধমানের খাগড়াগড়ে ২০১৪ সালের অষ্টমীর দিন একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে।সেই ঘটনায় ঘটনাস্থলে এক ব‍্যক্তির মৃত্যু হয়।আরেক জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন।খাগড়াগড় বিস্ফোরণ কান্ডের তদন্ত প্রথমে জেলা পুলিশ, সিআইডি এবং সব শেষে এন আই এ শুরু করে।এই বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ-এর নাম পাওয়া যায়।তারপর এন আই এ এখনো পর্যন্ত মোট ৩১ জনকে গ্রেফতার করেছে।তার মধ্যে ১৯ জন নগর ও দায়রা আদালতে বিচারকের সামনে দোষ স্বীকার করে নেয়।শুক্রবার খাগড়াগড় বিস্ফোরণ কান্ডে নগর ও দায়রা আদালত এই ১৯ জনের সাজা ঘোষণা করতে চলেছে।

এন আই এ সূত্রে খবর, এই বিস্ফোরণ কান্ডে এপর্যন্ত ৮০০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।বিস্ফোরণের ঘটনায় জড়িত জেএমবি জঙ্গি সংগঠনের যে শীর্ষ নেতারা গ্রেফতার হয়েছে তারা দোষ স্বীকার করে নি।বিচারক জানিয়েছেন, ওই ১২ জনের বিচারপ্রক্রিয়া চলবে।শুক্রবার আদালতে রুদ্ধদ্বার শুনানি হয়।বিচারক প্রত‍্যেকের সঙ্গে আলাদা করে কথা বলেন।দোষী ১৯ জন,সরকারি এবং অভিযুক্ত পক্ষের আইনজীবী ছাড়া কাউকে আদালতের ভিতরে থাকতে দেওয়া হয় নি।বিচারকের কাছে দোষীরা মূল স্রোতে ফেরা এবং সর্বনিম্ন সাজার আবেদন জানায়।আদালত সূত্রে খবর, সমাজের মূল স্রোতে ফেরার জন্য সর্বনিম্ন সাজার আবেদন জানায় দোষী ১৯ জন।তাদের পরিবার ও সন্তান রয়েছে।তাদের প্রতি দায়বদ্ধতা ও কর্তব্য রয়েছে বলে তারা মূলস্রোতে ফিরতে চায়।তবে এন আই এ-র পক্ষ থেকে তাদের আইনজীবী দোষীদের সর্বোচ্চ সাজার আর্জি জানিয়েছেন।

প্রায় পাঁচ বছর পর আদালত খাগড়াগড় বিস্ফোরণ কান্ডের সাজা ঘোষণা করলো।সাজা ঘোষণা করে বিচারক জানিয়েছেন খাগড়াগড় বিস্ফোরণ কান্ডে দোষী সাব্যস্ত দুই মহিলার ছয় বছরের জেল দেওয়া হয়েছে।আব্দুল হাকিম ও রেজাউল করিমের আট বছর জেল ঘোষণা করেন বিচারক।সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা।অনাদায়ে আরও এক বছরের জেল।দোষী রামতুল্লার দশ বছরের জেল হয়েছে।সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা।অনাদায়ে এক বছরের জেল।দোষী সাব্যস্ত অন‍্যান‍্যদের মধ্যে সাইদুল ইসলাম ও মহম্মদ রুমেলকে দশ বছরের জেল ও ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক।বিচারক জানান, যারা ইতিমধ্যে ৫ বছর সাজা খেটে নিয়েছে, তাদের বাকিটা খাটলেই হবে।সেক্ষেত্রে বিস্ফোরণ কান্ডে অভিযুক্ত দুই মহিলা আলিশা ও গুলশানরা বিবির আর এক বছর জেল খাটলেই হবে।দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারক বিকেল সোয়া৫ টায় সাজা ঘোষণা করেন।সাজা শেষ হবার পর বাংলাদেশিদের সেদেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

Related Articles

Back to top button