ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Aadhaar Card Update: এটাই কিন্তু শেষ সুযোগ, হাতে আর মাত্র ২ দিন, আধার কার্ড আপডেট করার বিষয়টা জানেন তো?

আধার কার্ড আপডেট করা নিয়ে একটা বড় আপডেট এসেছে

Advertisement

বিনামূল্যে আধার কার্ড আপডেট করার কিন্তু এটাই একেবারে শেষ সময় কারণ এর পরে কিন্তু আর আপনি আধার কার্ড আপডেট করতে পারবেন না। বিনামূল্যে আধার কার্ড আপডেট করার জন্য আর কয়েকটা দিন সময় আপনার হাতে রয়েছে। আজকে এবং কালকের সময় আপনি পাবেন আপডেট করার জন্য। বাড়িতে বসেই আপনারা নাম ঠিকানা এবং জন্মতারিখ পরিবর্তন করতে পারবেন আপনার আধার কার্ডের। ১৪ জুন তারিখ পর্যন্ত প্রথমে এই আধার কার্ড আপডেট করার শেষ সময়সীমা দিয়েছিল সরকার। তবে এরপর এই সময় সীমা বাড়িয়ে ১৪ সেপ্টেম্বর করা হয়। এই তারিখের পর যদি আপনাকে আধার কার্ড আপডেট করতে হয়, তাহলে কিন্তু আপনাকে আলাদা করে ফি দিতে হবে। তাহলে চলুন বিনামূল্যে আধার কার্ড আপডেট করার বিষয়টা জেনে নেওয়া যাক।

বিনামূল্যে আধার কার্ড আপডেট

বর্তমানে আধার কার্ড ভারতের সাধারণ গ্রাহকদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হয়ে উঠেছে। বায়োমেট্রিক এবং ডেমোগ্রাফিক যেটার উপর ভিত্তি করে জারি করা এই ১২ সংখ্যার ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর এখন ভারতের সর্বোচ্চ গৃহীত হয়। বর্তমানে ব্যাংক সহ সমস্ত আর্থিক পরিষেবার জন্য আধার কার্ড অপরিহার্য হয়ে উঠেছে। মূলত জালিয়াতি রুখতে এই কার্ড চালু করেছে কেন্দ্রীয় সরকার। এতে প্রত্যেক নাগরিককে একটি ইউনিক নম্বর এবং একটি ইউনিক বায়োমেট্রিক দেওয়া হয়েছে।

কেন ১৪ সেপ্টেম্বরের আগে আধার আপডেট করা গুরুত্বপূর্ণ

যারা বিগত ১০ বছর বা তার বেশি সময় ধরে আধার কার্ডে কোন আপডেট করেননি তাদের কিন্তু এই আপডেট করতে হবে যাতে তাদের ডেমোগ্রাফিক পরিবর্তন সুনিশ্চিত করা যায়। এই কারণে, নিখুঁত তথ্য এবং নিখুঁত ডেমোগ্রাফিক ডেটা জমা দেওয়ার পরামর্শ দিয়েছে UIDAI। এর ফলে আধার পরিষেবা এবং যাচাইকরন পদ্ধতি অনেকটা উন্নত হবে।

অনলাইনে আধার কার্ড আপডেট করার পদ্ধতি:

১. প্রথমে UIDAI-এর ওয়েবসাইট www.uidai.gov.in-এ গিয়ে পছন্দের ভাষা নির্বাচন করতে হবে।-‘মাই আধার’ অপশনে ক্লিক করে মেনু থেকে ‘আপডেট ইওর আধার’ বাছতে হবে গ্রাহককে।

২. এরপর গ্রাহকের সামনে ‘আপডেট আধার ডিটেইলস’ পেজ খুলে যাবে। এখান থেকে ডকুমেন্ট আপডেট’-এ ক্লিক করতে

৩. এখানে গ্রাহককে UID নম্বর এবং ক্যাপচা কোড লিখতে হবে। এরপর ক্লিক করতে হবে ‘সেন্ড ওটিপি’ অপশনে। এখন গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে।-ওটিপি লেখার পর গ্রাহককে ‘লগ ইন’-এ ক্লিক করতে হবে।

৪. এবার গ্রাহক যে সব তথ্য (নাম, ঠিকানা, জন্মতারিখ) আপডেট করতে চান, তা সঠিকভাবে পূরণ করতে হবে।

৫. প্রয়োজনীয় তথ্য পূরণের ‘সাবমিট’ অপশনে ক্লিক করতে হবে গ্রাহককে। সঙ্গে আপলোড করতে হবে প্রয়োজনীয় নথিপত্রের স্ক্যান করা কপি।

৬. শেষে ‘সাবমিট আপডেট রিকোয়েস্ট’-এ ক্লিক করতে হবে। এরপর এসএমএস আসবে গ্রাহকের মোবাইলে নম্বরে। এতে থাকবে URN নম্বর। এই নম্বর দিয়ে আপডেটের স্ট্যাটাস চেক করতে পারবেন গ্রাহক।

Related Articles

Back to top button